আবারও বাড়লো স্বর্ণের দাম। বৃহস্পতিবার থেকে দেশের বাজারে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৯৮ হাজার ৪৪৪ টাকায়। ১০ দিনের ব্যবধানে ভরিতে এই মানের স্বর্ণের দাম বাড়ল ১ হাজার ৭৫০ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই ঘোষণা দিয়েছে। অন্যান্য মানের স্বর্ণের দামও একই হারে বাড়ানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়, নতুন এই দর কার্যকর হবে বৃহস্পতিবার থেকে।
দেশের ইতিহাসে স্বর্ণের দামে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে টানা বাড়তে বাড়তে চলতি বছরের ১৮ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম উঠেছিল ৯৮ হাজার ৭৯৪ টাকায়। পরে অবশ্য দাম কিছুটা কমে ৯৭ হাজার থেকে ৯৮ হাজার টাকার মধ্যে বিক্রি হয়েছে।
বিজ্ঞপ্তিতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন বলেন, বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হবে ৯৮ হাজার ৪৪৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৯৩ হাজার ৯৫৪ টাকা, ১৮ ক্যারেট ৮০ হাজার ৫৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৬৭ হাজার ১২৬ টাকা।
এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট ১৪০০ টাকা ও সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।
সর্বশেষ ২৮ মে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা কমানো হয়েছিল। তা কার্যকর হয় ২৯ মে থেকে। ওই দাম অনুযায়ী বুধবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয়েছৈ ৯৬ হাজার ৬৯৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৯২ হাজার ৩২১ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ১৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৫ হাজার ৯৬০ টাকায় বিক্রি হয়ে আসছিল।