স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জন্য ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ২৫ হাজার ৬৯৬ কোটি ৭৫ লাখ ৯৫ হাজার টাকা।
২০২২-২০২৩ অর্থবছরে যা ছিল ২২ হাজার ৫৭৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বাজেট বক্তব্য থেকে এ তথ্য জানা যায়।
এর মধ্যে জননিরাপত্তা সচিবালয়ের জন্য ৪৯৬ কোটি ৪৩ লাখ টাকা, পুলিশের জন্য ১৭ হাজার ৭৬৫ কোটি ২০ লাখ ৫৫ হাজার টাকা, বর্ডার গার্ড বাংলাদেশে জন্য ৪ হাজার ২৭০ কোটি ১৫ লাখ ৫৮ হাজার টাকা, কোস্ট গার্ডের জন্য ১ হাজার ২৬ কোটি ৪ লাখ টাকা এবং আনসারের জন্য ২ হাজার ১৩৮ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।
২০২৩-২০২৪ অর্থবছরে অবকাঠামো নির্মাণের কাজ করবে জননিরাপত্তা বিভাগ।
সেগুলো হল হাইওয়ে পুলিশের সক্ষমতা বাড়ানো, ঢাকা মহানগর পুলিশের এলাকায় ৯টি এবং দেশের বিভিন্ন স্থানে পুলিশ বিভাগের জন্য ৯টি আবাসিক ভবন নির্মাণ, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ, পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ, পাঁচটি র্যাব কমপ্লেক্স এবং একটি র্যাব ট্রেনিং স্কুল নির্মাণ, র্যাবের জন্য সদর দফতর নির্মাণ, র্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো, সীমান্ত এলাকায় ৭৩টি আধুনিক বা কম্পোজিট বর্ডার অবজারভেশন পোস্ট বা বিওপি নির্মাণ, বিজিবির নতুন গঠিত ৬২ ব্যাটালিয়নের অবকাঠামোগত স্থাপনা নির্মাণ এবং কোস্ট গার্ডের জন্য লজিস্টিক্স ও ফ্লিট মেনটেইন্যান্স ফ্যাসিলিটি গড়ে তোলা প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।