২০২৩-২৪ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য এক হাজার ৯৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। চলতি ২০২২-২৩ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৯২৩ কোটি টাকা।
এর মধ্যে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের জন্য ২৩৭ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত এ বাজেট পেশ করেন।
দুপুর ৩টায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট বক্তৃতা শুরু করেন অর্থমন্ত্রী। দীর্ঘ বাজেট বক্তব্যের মাধ্যমে তিনি ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন।
এটি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ২৩তম ও বাংলাদেশের ৫২তম বাজেট। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।
চলতি ২০২২-২৩ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ১ হাজার ৯২৩ কোটি টাকা। যা পরে সংশোধিত হয়ে দাঁড়ায় ১ হাজার ৭৫৩ কোটি টাকা। এছাড়া সুপ্রিম কোর্টের জন্য ২৩০ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।