জাতীয় বাজেটে বিদেশ থেকে স্বর্ণ আনার ক্ষেত্রে ভরি প্রতি শুল্ক হার দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। আগামী ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে প্রতি ভরিতে শুল্ক ২ হাজার টাকা বাড়ানো হয়েছে।
বর্তমানে ভরিপ্রতি ২ হাজার টাকা শুল্ক দিয়ে ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বার আনা যায়। এই শুল্ক বাড়িয়ে ৪ হাজার টাকা করা হয়েছে।
অর্থাৎ ২০ ভরি স্বর্ণের জন্য বর্তমানে যেখানে দিতে হয় ৪০ হাজার টাকা সেখানে আগামী অর্থবছরে গুনতে হবে ৮০ হাজার টাকা।
একইসঙ্গে ১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের বেশি একটির বেশি স্বর্ণের বার আনলে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধান আনা হয়েছে।
অবশ্য স্বর্ণালংকার আনার সুযোগ অপরিবর্তিত রাখা হচ্ছে। একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক-কর ছাড়াই দেশে আসার সময় ১০০ গ্রাম (সাড়ে ৮ ভরি) ওজনের স্বর্ণালংকার আনতে পারবেন। তবে এক ধরনের অলংকার ১২টির বেশি আনা যায় না।