বাইরের ধুলাবালি আর রোদের তাপ মুখে করে ঘরে ঢুকে যদি রূপচর্চার জন্য আপনি ফেসওয়াশ ব্যবহারে অভ্যস্ত হয়ে থাকেন, তবে এবারের বাজেটে আপনি একটু চাপ অনুভব করবেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের যে বাজেট প্রস্তাব উত্থাপন করেছেন তাতে এই প্রসাধন সামগ্রীর দাম একটু বাড়বে।
বাজেট বক্তব্যে মন্ত্রী বলেন, সকল প্রকার ফেসওয়াশের আমদানিতে মোট করভারের পার্থক্য থাকায় মিথ্যা ঘোষণা ও শুল্ক ফাঁকির প্রবণতা রোধে ওইসব পণ্যের আমদানিতে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ আরোপপূর্বক এবং একই করভার ৮৯ দশমিক ৩২ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।
এর আগে বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।