২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাগেজ রুল সংশোধন করে স্বর্ণবার আনার ক্ষেত্রে ভরি প্রতি শুল্ক ২ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
বর্তমানে ভরিপ্রতি ২ হাজার টাকা শুল্ক দিয়ে ২৩৪ গ্রাম ওজনের স্বর্ণের বার আনা যায়। এই শুল্ক বাড়িয়ে ৪ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।
অর্থাৎ ২০ ভরি স্বর্ণের জন্য বর্তমানে যেখানে দিতে হয় ৪০ হাজার টাকা, সেখানে গুনতে হবে ৮০ হাজার টাকা।
১১৭ গ্রাম বা ১০ ভরি ওজনের বেশি একাধিক স্বর্ণের বার আনলে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার বিধানের প্রস্তাব করা হয়েছে।
স্বর্ণালংকার আনার সুযোগ অপরিবর্তিত রাখা হচ্ছে। একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্ক-কর ছাড়াই দেশে আসার সময় ১০০ গ্রাম (সাড়ে ৮ ভরি) ওজনের স্বর্ণালংকার আনতে পারবেন, তবে এক ধরনের অলংকার ১২টির বেশি আনা যাবে না।