বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মিষ্টিমুখ করার খরচ কমল বাজেটে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১ জুন, ২০২৩ ১৭:১০

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, মিষ্টান্ন ভাণ্ডার সেবা থেকে কাঙিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

সুখবর এলেই যারা মিষ্টিমুখ করতে বা করাতে চান, তাদের জন্য এবারের বাজেট দিচ্ছে সুখবর। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মিষ্টান্ন ভান্ডারের ওপর থেকে মূল্য সংযোজন করা কমানোর প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

অর্থমন্ত্রী বাজেট বক্তব্যে বলেন, মিষ্টান্ন ভাণ্ডার সেবা থেকে কাঙিক্ষত রাজস্ব আদায়ের লক্ষ্যে এ খাতে বলবৎ ১৫ শতাংশ মূসক হার হ্রাসপূর্বক ৭ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করছি।

অর্থমন্ত্রীর এ প্রস্তাবে মূলত মিষ্টিজাত পণ্যের ওপর মূসক কমছে অর্ধেক। এর প্রভাবও হয়তো পড়বে মিষ্টির দামের ওপর। কমতে পারে মিষ্টির দাম।

এ ছাড়া হাতে তৈরি বিস্কুটের ভ্যাট অব্যাহতি সীমা প্রতি কেজিতে ৫০ টাকা বাড়িয়ে ২০০ টাকা এবং কেকের ভ্যাট অব্যাহতি সীমা ৫০ টাকা বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে। এতে হাতে তৈরি বিস্কুট ও কেকের উৎপাদন খরচ কমবে। তবে ছাড় নেই পার্টি কেকে।

এর আগে বাজেট উপস্থাপনের জন্য স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমতি নেন অর্থমন্ত্রী। স্পিকারের অনুমতিক্রমে মন্ত্রী বাজেট বক্তৃতা শুরু করেন। তার আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

সরকারের পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

জাতীয় সংসদে টানা পঞ্চমবারের মতো বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসে ৫২তম ও আওয়ামী লীগ সরকারের পাঁচ মেয়াদের ২৪তম বাজেট।

এ বিভাগের আরো খবর