বুধবার আশকোনায় হজ ক্যাম্পে হজ অফিসের পরিচালক, (যুগ্ম-সচিব) সাইফুল ইসলামের কাছে এই উপহার হস্তান্তর করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস সেরনিয়াবাত।
বাংলাদেশ থেকে হজ পালনে সৌদি আরবে যারা যাবেন, তাদের অবস্থানের সুবিধার্থে হজক্যাম্পে একশ ম্যাট্রেস উপহার দিয়েছে সোনালী ব্যাংক লিমিটেড।
বুধবার আশকোনায় হজ ক্যাম্পে হজ অফিসের পরিচালক, (যুগ্ম-সচিব) সাইফুল ইসলামের কাছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে এই উপহার হস্তান্তর করেন ডেপুটি জেনারেল ম্যানেজার ফেরদৌস সেরনিয়াবাত।