বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেঙ্গল গ্রুপের রিটেইল চেইন হ্যাপি মার্ট এখন বাসাবো ও ময়মনসিংহে

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৮ মে, ২০২৩ ২২:২৩

হ্যাপি মার্টে বেঙ্গল প্লাস্টিকসের পণ্য ছাড়াও , রিন্নাই কিচেন ওয়্যারস ও হোম অ্যাপ্লায়েন্সেস, আমদানিকৃত বিশ্বমানের হাউসওয়ার ও বাচ্চাদের খেলনা সামগ্রী, ফার্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের এক বিশাল কালেকশন রয়েছে।

ঢাকার বাসাবো ও ময়মনসিংহের সি কে ঘোষ রোডে দুটি নতুন আউটলেটের যাত্রা শুরু করলো বেঙ্গল গ্রুপ অব ইন্ড্রাস্ট্রিজ-এর রিটেইল চেইন সুপারস্টোর হ্যাপি মার্ট।

গত ৩ এবং ৭ মে আউটলেট দুটির উদ্বোধন করা হয়।

দেশের প্রতিটি প্রান্তে বেঙ্গল গ্রুপের পণ্যগুলোকে ভোক্তাদের নিকট আরও সহজে এবং একটি উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে হ্যাপি মার্ট এর এই নতুন দুটি আউটলেট যাত্রা শুরু করেছে।হ্যাপি মার্টে বেঙ্গল প্লাস্টিকসের পণ্য ছাড়াও , রিন্নাই কিচেন ওয়্যারস ও হোম অ্যাপ্লায়েন্সেস, আমদানিকৃত বিশ্বমানের হাউসওয়ার ও বাচ্চাদের খেলনা সামগ্রী, ফার্নিচারসহ নিত্যপ্রয়োজনীয় বহু পণ্যের এক বিশাল কালেকশন রয়েছে।

হ্যাপি মার্ট শো রুমের উদ্বোধন করেন বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার জনাব আমির দাউদ, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জোহেব আহমেদ, বেঙ্গল রিটেইলস লিমিটেড এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আতিকুর রহমান সহ বেশ কয়েকজন গন্যমান্য ব্যক্তিবর্গ।

শোরুম উদ্বোধন উপলক্ষে হ্যাপি মার্টের এই নতুন দুই আউটলেট দিচ্ছে সকল পণ্যের উপর সর্বোচ্চ ১০% পর্যন্ত ছাড়।

এ বিভাগের আরো খবর