ইজি গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা কামাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কামাল উদ্দিন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তার জ্যেষ্ঠ সন্তান জুলফিকার আলী ইজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গুয়াতেমালার অনারেরি কাউন্সিলর হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন।
বিশিষ্ট এ উদ্যোক্তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।
এদিকে ইজি গ্রুপের শোকবার্তায় বলা হয়, ‘আমরা শোকের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মাননীয় চেয়ারম্যান স্যার (কামাল উদ্দিন আহমেদ) আজ (বুধবার) ইরাকের কারবালায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
এতে আরও বলা হয়, ‘আজ আমরা মহান এক নেতার প্রস্থানে শোক প্রকাশ করছি, যিনি মানবিকতা, সহজতা ও আত্মত্যাগের শক্তিশালী উদাহরণ রেখে গেছেন।
‘তিনি তার জ্ঞানের বিশালতা, দূরদৃষ্টি ও সাহসকে ইজি গ্রুপ ও আমাদের কোম্পানির উন্নয়নে ব্যাপকভাবে কাজে লাগিয়েছেন। সর্বশক্তিমান আল্লাহ তার বিদেহী আত্মাকে চির শান্তিতে রাখুন।’