দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবিসে প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে সূচকের উত্থানের দিনে টাকার অংকে লেনদেনের পরিমাণ কমেছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৫২৭ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৪৬ কোটি টাকার শেয়ার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সামান্য ১ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২১১ দশমিক শূন্য ২ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৬ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ দশমিক শূন্য ৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫২টি এবং কমেছে ৬৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯০টির।
অপর শেয়ারবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন হয়েছে ৭ কোটি ৮ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টি, কমেছে ৩৩টি এবং পরিবর্তন হয়নি ৫০টির।