পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ব্যাংক ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ঘোষিত বোনাস লভ্যাংশ বিতরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সোমবার ঢাকা স্টক এক্সঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইউনিয়ন ব্যাংক ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। আর সাউথ বাংলা এগ্রিকালচার একই বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য বোনাস লভ্যাংশ ঘোষণা করে ১ শতাংশ।
আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই দুই কোম্পানি তা বিতরণে বিএসইসির সম্মতির জন্য আবেদন করে। বিএসইসি ব্যাংক দুটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।