তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৪৪ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সমন্বয় করে এপ্রিলের জন্য এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ১৭৮ টাকা নির্ধারণ করে সংস্থাটি, যা আগের মাসে ছিল ১ হাজার ৪২২ টাকা।
রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ের শুনানি কক্ষে রোববার প্রেস ব্রিফিংয়ে দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিইআরসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাম্প্রতিক কোন মাসে কত ছিল দাম
প্রতি মাসের প্রথম সপ্তাহে এলপিজির দাম সমন্বয়ের ঘোষণা দেয় বিইআরসি। সে ঘোষণায় পণ্যটির দাম কমা-বাড়ার বিষয়টি জানায় সংস্থাটি।
মার্চ: ২ মার্চ এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করে বিইআরসি। ফেব্রুয়ারিতে ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৯৮ টাকা। সে হিসাবে মার্চে দাম কমে ৭৬ টাকা।
ফেব্রুয়ারি: ২ ফেব্রুয়ারি ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ১ হাজার ৪৯৮ টাকা নির্ধারণ করা হয়, যেটি জানুয়ারিতে ছিল ১ হাজার ২৩২ টাকা। এর অর্থ হলো ফেব্রুয়ারিতে এসে ১২ কেজির সিলিন্ডারের জন্য আগের মাসের তুলনায় ২৬৬ টাকা বেশি গুনতে হয় ভোক্তাকে।
জানুয়ারি: ২ জানুয়ারি রান্নায় ব্যবহৃত এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৫ টাকা কমায় বিইআরসি। সংস্থাটি ১২ কেজির এলপিজির দাম নির্ধারণ করে ১ হাজার ২৩২ টাকা। ২০২২ সালের ডিসেম্বরে এলপিজির ১২ কেজির সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৯৭ টাকা।