গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের নৈতিকতা কমিটি ও অংশীজনের অংশগ্রহণে ২০২২-২০২৩ অর্থবছরের তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সোনালী ব্যাংক লিমিটেডের নৈতিকতা কমিটির আহ্বায়ক, সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আফজাল করিমের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সঞ্চিয়া বিনতে আলী, মীর মোফাজ্জল হোসেন, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে নৈতিকতা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।