বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার ক্রেডিট সুইসের শেয়ারে দরপতন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ মার্চ, ২০২৩ ২১:৪০

সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি বলেন, ক্রেডিট সুইসে অংশীদারত্ব বাড়ানো হবে না। আমরা ব্যাংকের ৯ দশমিক ৮ শতাংশের মালিক। আমরা নতুন ব্যবস্থায় যেতে আগ্রহী নই।

যুক্তরাষ্ট্রের দুই ব্যাংক সংকটে পড়ার মধ্যেই সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকের শেয়ারের দরপতন হয়েছে।

সৌদি ন্যাশনাল ব্যাংক নতুন তহবিল দিতে অস্বীকৃতি জানানোর পর পরই বুধবার ব্যাংকটির ২০ শতাংশের বেশি শেয়ারের দরপতন হয় বলে জানিয়েছে রয়টার্স।

এক সাক্ষাৎকারে সৌদি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আম্মার আল খুদাইরি বলেন, ক্রেডিট সুইসে অংশীদারত্ব বাড়ানো হবে না। আমরা ব্যাংকের ৯ দশমিক ৮ শতাংশের মালিক। আমরা নতুন ব্যবস্থায় যেতে আগ্রহী নই।

বেশ কিছু ভুল পদক্ষেপে গত কয়েক বছরে ক্রেডিট সুইসের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমেছে। গত বছর ১৩৩ বিলিয়ন ডলার ক্রেডিট সুইস থেকে তুলে নেন বিনিয়োগকারীরা। সবমিলিয়ে ব্যাংকটির বার্ষিক ক্ষতি ৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

বুধবার সকালে ইউরোপজুড়ে ক্রেডিট সুইচের শেয়ারসূচক নেমে আসে ২ দশমিক ৫ শতাংশে। মঙ্গলবার ব্যাংকের নিরীক্ষক পিডব্লিউসি আর্থিক প্রতিবেদন নিয়ন্ত্রণে দুর্বলতা চিহ্নিত করার পর থেকে শুরু হয় এই সংকোট। সংকটে নতুন মাত্রা যোগ করে সৌদির ন্যাশনাল ব্যাংক।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের বৃহত্তম ব্যাংক সিলিকন ভ্যালি বিপর্যয়ে পড়ে। এক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থার হাততে চলে যায় এই ব্যাংকের নিয়ন্ত্রণ। বন্ধ করে দেয়া হয়েছে নিউ ইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংকও।

এ বিভাগের আরো খবর