পদ্মা ব্যাংক ‘বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিংয়ের ক্রমবর্ধমান হুমকি - সমসাময়িক প্রেক্ষাপট ও আমাদের দায়িত্বসমূহ’ বিষয়ক ৩-ঘণ্টাব্যাপী এক কর্মশালা আয়োজন করে।
শনিবার ব্যাংকটির মিরপুর লার্নিং ও ট্যালেন্ট ডেভলপমেন্ট সেন্টারে এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের তত্বাবধায়নে অনুষ্ঠিত হয় এই কর্মশালা।
ব্যাংকের বিভিন্ন শাখার ও কর্পোরেট প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে ৭০ জন কর্মকর্তা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা ফয়সাল আহসান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক সৈয়দ কামরুল ইসলাম, পদ্মা ব্যাংকের ক্যামেলকো সৈয়দ তৌহিদ হোসেন, এবং প্রধান কার্যালয়ের অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের ডেপুটি ক্যামেলকো রাশেদুল করিম।
উপব্যবস্থাপনা পরিচালক ও সিআরও তার বক্তব্যে বাণিজ্যভিত্তিক মানিলন্ডারিং প্রতিরোধে সবাইকে যার যার জায়গায় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক কর্মশালার প্রথম সেশনটি পরিচালনা করেন। তিনি বানিজ্য-ভিত্তিক মানিলন্ডারিংয়ের তাত্বিক ও প্রায়োগিক বিভিন্ন দিকের উপর আলোকপাত করেন এবং ব্যাংকারদের দায়িত্ব ও কর্তব্যসমূহ সম্পর্কে অংশগ্রহনকারীদের অবহিত করেন। কর্মশালার দ্বিতীয় ও শেষ সেশনটি পরিচালনা করেন ব্যাংকের ইন্টিগ্রেটেড ও সেন্ট্রালইজড ট্রেড সার্ভিস ডিভিশনের প্রধান মো. মনির হোসেন। তিনি বানিজ্য-ভিত্তিক মানিলন্ডারিংয়ের উপর বিভিন্ন কেস স্টাডি নিয়ে আলেচনা করেন। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে কর্মশালাটি সমাপ্ত হয়।