সপ্তাহের শেষ কর্মদিবস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে।
সূত্র জানায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪২৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এদিন বুধবারের চেয়ে ২৪ কোটি ৬৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। ওইদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪৫২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৭ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১৬ পয়েন্টে।
বৃহস্পতিবার ডিএসইতে ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৯টির।
এদিকে চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সিএসইতে ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।