বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরও কমল স্বর্ণের দাম

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৪৩

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৭৪ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১৬৯ টাকা।

স্বর্ণের দাম আবারও কমেছে। তিন সপ্তাহের ব্যবধানে সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে।

সোমবার থেকে ২২ ক্যারেটের এই সোনা ৯১ হাজার ৯৬ টাকায় বিক্রি হবে। রোববার পর্যন্ত বিক্রি হয়েছে ৯২ হাজার ২৬২ টাকায়। অন্যান্য মানের সোনার দামও একই হারে কমানো হয়েছে।

এর আগে ৪ ফেব্রুয়ারি সবশেষ স্বর্ণের দাম কমানো হয়েছিল। ৫ ফেব্রুয়ারি থেকে ওই দর কার্যকর হয়। এর আগে টানা কয়েক দফা মূল্যবান এই ধাতুটির দাম বাড়ানো হয়। ১৪ জানুয়ারি ভরিতে বাড়ানো হয় ২ হাজার ৬৮৩ টাকা। তাতে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে উঠে ৯৩ হাজার ৪২৯ টাকায়। ওই দাম ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ।

নতুন দর সোমবার থেকে সারা দেশে কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। শনিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দেয়া হয়।

তাতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯১ হাজার ৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭ হাজার ১৩ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম ৭৪ হাজার ৫৯১ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার ১৬৯ টাকা।

রোববার পর্যন্ত ভালো মানের সোনার দাম ছিল ৯২ হাজার ২৬২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ৮৮ হাজার ৬৩ টাকায়। ১৮ ক্যারেটের দাম ছিল ৭৫ হাজার ৪৬৬ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনা ৬২ হাজার ৮৬৯ টাকায় বিক্রি হয়েছে।

স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের রূপার দাম প্রতি ভ‌রি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে, ২১ ক্যারেটের রূপার দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপার দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ১০৫০ টাকায় অপরিবর্তিত আছে।

এ বিভাগের আরো খবর