দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন চারজন স্বতন্ত্র পরিচালক তিন বছরের জন্য নিয়োগ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি সোমবার ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে।
নতুন স্বতন্ত্র পরিচালকরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদের ডিন ডা. হাফিজ মো. হাসান বাবু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বীমা বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবদুল্লাহ আল মাহমুদ, সাবেক সচিব ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মো. আফজাল হোসেন এবং ওরাকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (নেপাল ও ভুটান) রুবাবা দৌলা।
নিয়ম অনুযায়ী স্বতন্ত্র পরিচালক থাকার কথা সাতজন। ইতোমধ্যে ৬ জনের মেয়াদ শেষ হয়ে গেছে। খালি হয়ে যাওয়া ৬ পদের জন্য ১৮ জনের নাম বিএসইসিতে পাঠায় ডিএসই। সেই তালিকা থেকে চারজনকে নিয়োগ দিয়েছে বিএসইসি।
বাকি দুটি খালি পদের জন্য কমপক্ষে তিনটি করে নাম নতুন করে পাঠাতে নির্দেশ দিয়েছে কমিশন।
নিয়ম অনুযায়ী ডিএসই স্বতন্ত্র পরিচালকের পদ খালি হলে সেই পদে কমপক্ষে তিনজনের নাম প্রস্তাব করে ডিএসই। তা থেকে বাছাই করে চূড়ান্ত অনুমোদন দেয় বিএসইসি। আবার চূড়ান্ত অনুমোদন না দিয়ে নতুন নামও চাইতে পারে বিএসইসি।
ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী উভয় স্টক এক্সচেঞ্জের পর্ষদে ১৩ জনের মধ্যে ৭ জন স্বতন্ত্র পরিচালক ও ৪ জন শেয়ারহোল্ডার পরিচালক থাকবেন।
এছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারীর মনোনীত পরিচালক এবং পদাধিকারবলে পর্ষদে আরেকজন রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক।