দেশের পুঁজিবাজারে বিভিন্ন খাতে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানে এক মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে। এসব প্রতিষ্ঠানের শেয়ার কিনে বিনিয়োগ বাড়াচ্ছেন বিদেশিরা। এতে বাজারে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের চাহিদা বাড়ছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযাীয়, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাওয়া পাঁচটি কোম্পানি হচ্ছে- ইস্টার্ন ব্যাংক, জেমিনী সী ফুড, অলিম্পিক এক্সেসরিজ, স্কয়ার ফার্মাসিটিক্যালস ও অ্যাসোসিয়েট অক্সিজেন।
এর মধ্যে সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ বেড়েছে ইস্টার্ন ব্যাংকের। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জেমিনি সী ফুড। তৃতীয় অবস্থানে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, চতুর্থ স্কয়ার ফার্মা ও পঞ্চম অ্যাসোসিয়েট অক্সিজেন।
ইস্টার্ন ব্যাংক: নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল দশমিক ১৯ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ দশমিক ২৩ শতাংশ বেড়ে অবস্থান করছে দশমিক ৫৪ শতাংশে।
জেমিনী সী ফুড: নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল দশমিক ১৮ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ দশমিক ২২ শতাংশ বেড়ে অবস্থান করছে দশমিক ৪২ শতাংশে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ: নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ২০ দশমিক ৭৮ শতাংশ। ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগ দশমিক ১৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ২০ দশমিক ৯৭ শতাংশে।
স্কয়ার ফার্মা: নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল ১৩ দশমিক ৫১ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ দশমিক ১১ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৩ দশমিক ৬২ শতাংশে।
অ্যাসোসিয়েট অক্সিজেন: নভেম্বর মাসে কোম্পানিটিতে বিদেশি বিনিয়োগ ছিল দশমিক ১৫ শতাংশ। ডিসেম্বর মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ দশমিক ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে দশমিক ২৫ শতাংশে।