বিনিয়োগকারীরা শিগগির সাসটেইনেবল ও ট্রান্সপারেন্ট পুঁজিবাজার দেখতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
শনিবার সিলেটে আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২৩’-এ সভাপতির বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
বিএসইসি, বাংলাদেশ অ্যাকাডেমি ফর ক্যাপিটাল মার্কেটস (বিএএসএম) ও ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) যৌথভাবে এই কনফারেন্সের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ৷
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমরা ১১শ প্রতিষ্ঠান দেখাশুনা করি। প্রতিদিনই কাউকে না কাউকে আমরা ডেকে নিয়ে আসি, কথা বলি, সাবধান করি, না মানলে জরিমানা করি। এক্ষেত্রে সুপারভিশনও খুব দ্রুততার সঙ্গে হচ্ছে।
‘ইনশাআল্লাহ খুব শিগগির আরও সুস্থ, সুন্দর, সাসটেইনেবল, ট্রান্সপারেন্ট পুঁজিবাজার আপনারা দেখতে পাবেন।’
গুজব থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পুঁজিবাজারে এক হাতের টাকা অন্য হাতে যায়। আর বিনিয়োগকারীদের থেকে টাকা হাতিয়ে নিতে ট্র্যাপ (ফাঁদ) তৈরি করে গুজব ছড়ানো হয়। তাই গুজবে কান দেয়া যাবে না।’
শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ক্যাপিটাল মার্কেটে জ্ঞানবুদ্ধি থাকা সত্ত্বেও ১০ থেকে ২০ শতাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে এখানে আপনার সম্পূর্ণ টাকা চলে যাবে না। অন্য সেক্টরে এখনও এ ভয়টি আছে। সুতরাং শিক্ষা, জ্ঞান, বুদ্ধি ব্যববহার করে আপনারা ক্যাপিটাল মার্কেটে বিনিয়োগ করে লাভবান হতে পারেন।
‘কর্মসংস্থান হচ্ছে আমাদের এ মুহূর্তের একমাত্র অবজেক্টিভ। সেটার ক্ষেত্রে লংটার্ম ফাইন্যান্সিংয়ের একমাত্র উৎস ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটে লংটার্ম ফাইন্যান্সিং নিয়ে বার বার ভুল করে লিকুইডিটি মিস ম্যানেজমেন্ট করে ব্যাংকিং সেক্টরের আমরা অনেক ক্ষতি করেছি। এ মুহূর্তে সেটা আর করা ঠিক হবে না। তাই আপনাদের সঞ্চয় এক্ষেত্রে প্রয়োজন।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিএমএসএফের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব নজিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং দ্য সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাহমিন আহমদ।
প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য দেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়া বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন বিএএসএমের মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী, ডিএসইর পরিচালক শাকিল রিজভী, সিএসইর পরিচালক সিদ্দিকুর রহমান এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট ছায়েদুর রহমান।
এ ছাড়াও কনফারেন্সে বিএসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চিটাগং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।