চুক্তি সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খান উপস্থিতি ছিলেন।
দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংকের সাথে চুক্তি সই করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এবং ডেপুটি গভর্নর একেএম সাজেদুর রহমান খানের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। এতে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের পরিচালক মো. আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এ সময় ব্যাংকের এগ্রিকালচার ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান ড. মো. রুহুল আমিনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।