রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০২০ অর্জন করেছে বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেড। ৫ জানুয়ারি রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি ও বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা প্রমুখ।
বেঙ্গল পলিমার ওয়্যারস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আমির দাউদ পুরস্কার গ্রহণ করেন।
শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির সামগ্রিক উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি কোম্পানিকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেয়া হয়েছে।