বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আপডেটেড কোর ব্যাংকিং সিস্টেমে পদ্মা ব্যাংক

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২২ ১৬:৩৬

পদ্মা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান বলেন, ‘পদ্মা ব্যাংক চেষ্টা করে যাচ্ছে গ্রাহকের চাহিদা পূরণ করার। ব্যাংকটি দেশের সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য বোর্ড অফ ডিরেক্টরা রয়েছেন। বোর্ড ও ব্যবস্থাপনা পরিষদের মধ্যে স্বচ্ছতা আছে। বাংলাদেশ ব্যাংক সব রকমের সাহায্য করে আসছে। দেশের চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক আপডেটেড কোর ব্যাংকিং সিস্টেম উদ্বোধন হলো।’

গ্রাহকের নিরাপদ ও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে কোর ব্যাংকিং সিস্টেম ফ্লোরা ব্যাংক আপডেট করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। নতুন এই কোর ব্যাংকিং সলিউশন ফ্লোরা ব্যাংকে স্থানান্তরিত করায় পরিপূর্ণ ডিজিটাল বিশ্বে জায়গা করে নিল পদ্মা ব্যাংক।

সোমবার মিরপুরে পদ্মা ব্যাংকের লার্নিং অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট সেন্টারে এক অনুষ্ঠানে নতুন এ অত্যাধুনিক সিবিএস-এর উদ্বোধন করেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।অনুষ্ঠানে তারেক রিয়াজ খান বলেন, ‘পদ্মা ব্যাংক চেষ্টা করে যাচ্ছে গ্রাহকের চাহিদা পূরণ করার। ব্যাংকটি দেশের সবচেয়ে ভালো ও নির্ভরযোগ্য বোর্ড অফ ডিরেক্টরা রয়েছেন। বোর্ড ও ব্যবস্থাপনা পরিষদের মধ্যে স্বচ্ছতা আছে। বাংলাদেশ ব্যাংক সব রকমের সাহায্য করে আসছে। দেশের চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক আপডেটেড কোর ব্যাংকিং সিস্টেম উদ্বোধন হলো। ব্যাংকটিকে নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ইতিবাচক ধারণা রয়েছে। পদ্মা ব্যাংক মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ থেকে জরুরি সহায়তা পেয়েছে পদ্মা ব্যাংক। ফলে ব্যাংকটির ব্যবস্থাপনা কার্যক্রম আরও সজ্জিত হচ্ছে। যদিও ব্যাংকটির নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। এসব নিয়ে কাজ চলছে, দ্রুত এ সমস্যাগুলো সমাধান করা হবে। গ্রাহকদের মানসম্মত সার্ভিস দেয়া ছাড়া ব্যাংকের প্রবৃদ্ধি আশা করা যায় না। হেড অফ আইটি কোর ব্যাংকিং সিস্টেমের কার্যক্রমকে সুষ্ঠভাবে পরিচালনার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। পদ্মা ব্যাংকের নাম নদী ও দেশের জনগণের সঙ্গে মিশে আছে।’

উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আহসান চৌধুরী, চিফ হিউম্যান রিসোর্স অফিসার ও সিসিও এম আহসান উল্লাহ খানসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য, বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ফ্লোরা সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম এবং চিফ টেকনিক্যাল অফিসার সুবোধ কুমার ভৌমিক।

২১ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত কোর সিস্টেম আপডেটের কারণে বন্ধ ছিল পদ্মা ব্যাংকের সব ধরনের ব্যাংকিং কার্যক্রম। সোমবার থেকে গ্রাহক অত্যাধুনিক এই সেবাটির মাধ্যমে ব্যাংকিং সেবা নিতে পারছেন।

শতভাগ পেশাদার ও দক্ষ বাংলাদেশি প্রকৌশলীদের তৈরি ফ্লোরা ব্যাংক সফটওয়্যারের মাধ্যমে এখন থেকে গ্রাহকের ঋণ, আমানত ছাড়াও অন্য ব্যাংকিং পরিষেবা নিশ্চয়তা আর সুদক্ষ নিরাপত্তার সঙ্গে করতে সক্ষম হবে পদ্মা ব্যাংক লিমিটেড।

এ বিভাগের আরো খবর