বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি 

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৭

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মাসব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ইফতেখার আহমেদ চৌধুরী নিউজবাংলাকে রোববার এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকায় এটি হবে ২৭তম বাণিজ্য মেলার আসর। আর পূর্বাচলে বঙ্গবন্ধু এক্সিবিশন সেন্টারে দ্বিতীয়। ২০২২ সাল থেকে পূর্বাচলে স্থায়ী কেন্দ্রে বাণিজ্য মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে সবগুলো মেলা হতো রোজধানীর শেরেবাংলা নগরে অস্থায়ী কেন্দ্রে। চীনের অর্থায়নে পূর্বাচলে স্থায়ী বাণিজ্য মেলা কেন্দ্র গড়ে তোলার পর এখানেই প্রতিবছর আসর বসবে।

করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন সম্ভব হয়নি। তবে চলতি বছরের ১ জানুয়ারি মেলা আয়োজন করা হয়।

রপ্তানি উন্নয়ন ব্যুরো সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২৩ সালের ১ জানুয়ারি সকাল ১০টায় সরাসরি বাণিজ্য মেলার উদ্ধোধন করবেন।

ইপিবির সচিব ইফতেখার আহমেদ চৌধুরী জানান, মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

ইপিবি কর্তৃপক্ষ বলেছে, এবারের মেলার পরিসর বেড়েছে। এবার দেশি-বিদেশি মিলে মোট ৩৫১টি স্টল, প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন থাকবে। গতবার এই সংখ্যা ছিল ২২৫টি। মেলায় সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোরিয়া, ভারতসহ ১০টি বিদেশি রাষ্টের ১৭টি প্রতিষ্ঠান অংশ নেবে। বাকিগুলো দেশীয়।

পূর্বাচল শহর রাজধানী থেকে দূরে হওয়ায় ও সরাসরি কোনো বাস সার্ভিস না থাকায় অনেকেই যেতে চান না।

ইপিবির সচিব জানান, যাতায়াতের সুবিধার্থে এবার ১০০টির বেশি বিআরটিসি বাস সার্ভিস থাকবে। যতক্ষণ দশণার্থী থাকবে ততক্ষণ বাস চলাচল করবে বলে জানান তিনি।

সচিব আরও জানান, পূর্বাচল শহর যেতে ৩০০ ফিট রাস্তা এখন নির্বিঘ্নে যাতায়াতের জন্য উপযোগী করা হয়েছে। কাজেই, এবার আর জনগণের দুর্ভোগ পোহাতে হবে না।

ইপিবি সূত্র বলেছে, মেলায় যারা যাবেন, বিকাশে টিকিট কাটলে গতবারের মতো এবারও বাস ভাড়ায় ৫০ শতাংশ ডিসকাউন্ট দেয়া হবে। এ ছাড়া মেলার প্রবেশ মূল্যেও ছাড় দেয়া হবে।

মেলার প্রবশে মূল্য ধরা হয়েছে বড়দের জনপ্রতি ৪০ টাকা এবং বাচ্চাদের ২০ টাকা। টিকিটের দাম ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দেয়া হতে পারে। শিশুদের জন্য পার্কে রাইড বসানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া মেলার ভেতরে পর্যাপ্ত ফুড কোর্টও থাকবে বলে জানান ইপিবির সচিব।

মেলা খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। তবে ছুটির দিনে এক ঘণ্টা বাড়িয়ে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

ঢাকার প্রাণকেন্দ্র শেরেবাংলা নগর থেকে সরিয়ে প্রথমবারের মতো পূর্বাচলে আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয় গতবার। মেলার স্থান পরিবর্তনের কারণে সেবার মেলায় যাতায়াতে ক্রেতা-দর্শনার্থীদের ঝামেলা পোহাতে হয়। এবার যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় সেই ভোগান্তি হবে না বলে প্রত্যাশা ইপিবির।

জানা যায়, নানা প্রতিকূলতার পরও গতবার ২৫ লাখ দশনার্থী মেলায় গেছেন। যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য সুবিধা বাড়ানোর ফলে ইপিবির কর্মকর্তারা আশা করছেন, এবারের মেলায় প্রায় ৫০ লাখ দর্শনার্থী আসবে।

এ বিভাগের আরো খবর