বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আবাসন মেলায় বিক্রি ৩৫১ কোটি টাকা

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২২ ১৯:০৪

মেলায় পাঁচদিনে প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। আর প্লট ৮০ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার পাঁচদিনে ৩৫১ কোটি টাকার ফ্ল্যাট-প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এছাড়া গৃহঋণ বিষয়ে ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার মেলা নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে রিহ্যাব।

সংবাদ সম্মেলনে বলা হয়, মেলার শেষদিন রোববার পর্যন্ত প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। আর প্লট ৮০ কোটি এবং বাণিজ্যিক স্পেস ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় এক হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।

রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, ‘আমরা যেমন প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি সাড়া পেয়েছি। প্রতিদিনই ক্রেতা দর্শণার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। সবগুলো কোম্পানি তাদের প্রচারণা চালিয়েছে ভালোমতো। আগামী বছর বিক্রি আরও বাড়বে। এবারের মেলা সফল হয়েছে।’

রিহ্যাবের প্রথম সহ-সভাপতি কামাল মাহমুদ বলেন, ‘এবারের মেলায় ছোট-মাঝারি আকারের ক্রেতা বেশি ছিল। আবাসন খাতের কোম্পানিগুলোও ক্রেতার চাহিদার কথা বিবেচনা করে সব ধরনের ফ্ল্যাট-অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে এসেছিল, তাই তারা সাড়াও পেয়েছে বেশ। অনেকেই স্পট বুকিং দিয়েছেন।

‘আবাসন মেলার মূল উদ্দেশ্য আবাসন খাতকে ব্র্যান্ডিং করা, প্রকল্পকে উপস্থাপন করা। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট কেনার উদ্দেশ্যে এসেছেন। কেউ হয়তো এখন কিনেছেন, কেউবা পরে কিনবেন।’

সংবাদ সম্মেলনে মেলা বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান ও রিহ্যাব সহ-সভাপতি (অর্থ) প্রকৌশলী সোহেল রানা, প্রেস-মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান ও রিহ্যাব পরিচালক মো. সুলতান মাহমুদ, রোটারিয়ান এস এম এমদাদ হোসেন, ড. এ এফ এম কামাল উদ্দিন উপস্থিত ছিলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ ডিসেম্বর শুরু হয় আবাসন মেলা। রোববার দুপুর ২টায় তা শেষ হয়। মেলায় প্রতিদিন র‍্যাফেল ড্রতে এলইডি টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ পুরস্কার দেয়া হয়েছে।

এ বিভাগের আরো খবর