ফেসবুকে ব্যবসা করেন এ রকম আট নারী উদ্যোক্তাকে পুরস্কৃত করল ফেসবুক গ্রুপ জয়ী তারা।
শনিবার গুলশানের একটি হোটেলে এসব নারী উদ্যোক্তাদের এই সম্মাননা দেয়া হয়।
ফেসবুক গ্রুপ জয়ী তারার কর্ণধার সালমা সামসুদ্দিন কান্তা বলেন,‘গ্রুপটির মূল উদ্দেশ্য হলো নারী উদ্যোক্তা নিয়ে কাজ করা। আমাদের লক্ষ্য হচ্ছে নারী উদ্যোক্তাদের টিকিয়ে রাখা।’
‘যেসব নারী উদ্যোগ শুরু করেছেন, কিন্তু কোনো না কোনো বাধার কারণে এগিয়ে যেতে পারছে না, তাদের উদ্যোগকে সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকে জয়ী তারা।’
তিনি বলেন,‘আজকে আমরা এমন ৮ জন নারী উদ্যোক্তাকে সম্মাননা দিয়েছি যাদের গল্পটা অন্য নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক।’
সালমা সামসুদ্দিন কান্তা আরও বলেন,‘আমাদের আজকের অনুষ্ঠানের আর একটি উদ্দেশ্য হচ্ছে। আমাদের গ্রুপের নাম পরিবর্তন। আমাদের নাম ছিল জয়িতা। কিন্তু জয়িতা নামে আর একটি ফাউন্ডেশন আছে। ফলে আমরা কোন নিবন্ধন পাচ্ছিলাম না। তাই আজকে থেকে এই গ্রুপের নাম দেয়া হয়েছে জয়ী তারা। এই নামে আমরা সামনে নিবন্ধন নেব।’
এই অনুষ্ঠান সকাল সাড়ে ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে।
অনুষ্ঠানে অতিথি হিসেব উপস্থিত ছিলেন মিলেনিয়াম ইনফরমেশন-এর ভাইস চেয়ারম্যান নিয়াজ আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সভাপতি শমী কায়সার, ঢাকা মেট্রো পলিটন পুলিশের এডিশনাল ডেপুটি কমিশনার মো. নাজমুল ইসলাম, কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সিফাত লায়লা খালেদ প্রমুখ।