বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নগদে মাস্টারকার্ড থেকে অ্যাড মানি করলে ২০০ টাকা বোনাস

  •    
  • ১৭ ডিসেম্বর, ২০২২ ১৮:৫৩

নগদ অ্যাপ ব্যবহারকারীরা ৩ হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। একইভাবে ৭ হাজার টাকা অ্যাড মানি করলে বোনাস মিলবে ১৪০ টাকা। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। এভাবে একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।

গ্রাহকদের জন্য বিশেষ অফার নিয়ে এল মোবাইল ফোনে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ। মাস্টারকার্ড থেকে নগদ অ্যাপে ৩ হাজার বা ৭ হাজার টাকা অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত বোনাস।

নগদ অ্যাপ ব্যবহারকারীরা এই অফার চলা অবস্থায় ৩ হাজার টাকা অ্যাড মানি করলে ৬০ টাকা বোনাস পাবেন। একইভাবে ৭ হাজার টাকা অ্যাড মানি করলে বোনাস মিলবে ১৪০ টাকা। প্রত্যেক গ্রাহক দুটি অফার একবার করে গ্রহণ করতে পারবেন। এভাবে একজন গ্রাহক ২০০ টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন।

এই অফারে বোনাস পেতে গেলে নগদ অ্যাপ থেকে অ্যাড মানি অপশনে গিয়ে কার্ড টু নগদ নির্বাচন করতে হবে। এরপর মাস্টারকার্ড অপশন নির্বাচন করে ৩ হাজার বা ৭ হাজার টাকা অ্যাড করতে হবে। গ্রাহক অ্যাড মানি করার তিন কর্মদিবসের মধ্যে বোনাসের টাকা তার নগদ অ্যাকাউন্টে পেয়ে যাবেন।

নগদ-এর সব গ্রাহকের জন্য এই ক্যাম্পেইন উন্মুক্ত। তবে বোনাস পাওয়ার জন্য গ্রাহকের অবশ্যই ফুল প্রোফাইল কার্যকর একটি নগদ অ্যাকাউন্ট থাকতে হবে।

এই অফার পাওয়ার যোগ্য হয়ে কেউ অ্যাড মানি করেও বোনাস না পেলে ক্যাম্পেইন শেষ হওয়ার ২০ দিনের মধ্যে তিনি বোনাসটি পেয়ে যাবেন। ১০ ডিসেম্বর শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ৯ জানুয়ারি পর্যন্ত।

এই ক্যাম্পেইন সংক্রান্ত কোনো কাজে বা অন্য কোনো সময়েই ‘নগদ’ থেকে কোনো গ্রাহকের কাছে গোপন পিন নম্বর বা ওটিপি চাওয়া হয় না। তাই গোপন পিন বা ওটিপি কারো সঙ্গে কখনোই শেয়ার করা যাবে না। এছাড়া অ্যাড মানি করার জন্য তৃতীয় কোনো পক্ষকে নিজের তথ্য দেয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

এই ক্যাম্পেইন বিষয়ে ‘নগদ-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ সবসময় গ্রাহককে আরও বেশি ডিজিটাল সেবা দিতে চায়। নগদ-এ অ্যাড মানি করে গ্রাহকেরা ব্যাংকে লাইন ধরার মতো কাজ থেকে রেহাই পাচ্ছেন। এভাবে আমরা ডিজিটাল লেনদেনকে শক্তিশালী ও পরিচিত করে তুলছি। এই ধারায় এবার কার্ড থেকে অ্যাড মানি করলে বোনাস দিচ্ছে নগদ। আমরা আশা করি, এতে মানুষ আরও বেশি ডিজিটাল লেনদেনে অভ্যস্ত হবে।’

এ বিভাগের আরো খবর