বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সিলেটে বিনিয়োগ শিক্ষা সম্মেলন করবে বিএসইসি

  •    
  • ১৪ ডিসেম্বর, ২০২২ ২২:২০

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২১ জানুয়ারি সিলেট জেলায় বিনিয়োগ শিক্ষা সম্মেলন ও মেলার আয়োজন করা হবে।

পুঁজিবাজারে বিনিয়োগের সঠিক পদ্ধতি সারা দেশে ছড়িয়ে দেয়ার অংশ হিসেবে আগামী বছরের জানুয়ারিতে সিলেট জেলায় বিনিয়োগ শিক্ষা সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। একইসঙ্গে একটি বিনিয়োগ শিক্ষা মেলাও হবে সিলেটে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম বুধবার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘২০২৩ সালের প্রথম মাসে সিলেট জেলায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স করবে বিএসইসি।’

বাংলাদেশের পুঁজিবাজারে গত ৩০ বছরে বড় দুটি ধস হয়েছে। একটি ১৯৯৬ সালে আর একটি ২০১০ সালে। এই ধসের কারণ খতিয়ে দেখতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।

সেই গবেষণায় দেখা গেছে, এসব ধসে যেসব বিনিয়োগকারী সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন তাদের পুঁজিবাজার সম্পর্কে ধারণা খুব কম ছিল। তাই পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা বাড়াতে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলায় বিনিয়োগ শিক্ষা সম্মেলন করা হবে।

২০২৩ সালের ২১ জানুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই বিনিয়োগ শিক্ষা সম্মেলন হবে। একইসঙ্গে এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে বিনিয়োগ শিক্ষা মেলা।

এ উপলক্ষে মঙ্গলবার সিলেট জেলার ব্রোকার/ডিলারদের নিয়ে বৈঠক করেছে বিএসইসি।

বিনিয়োগ সম্মেলন শুরু হওয়ার আগে জানুয়ারি মাসের ১৪-১৫ তারিখে ৫ সদস্যের একটি দল সিলেটে পাঠাবে বিএসইসি।

এ বিভাগের আরো খবর