বাংলাদেশের পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত সরকারি কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ৫ দশমিক ২৫ শতাংশ শেয়ার কিনে সেখানে পরিচালক বসাল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড (বেক্সিমকো)।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানিয়েছে বিএসসি।
রাষ্ট্রীয় মালিকানাধীন স্বায়ত্তশাসিত সংস্থা বিএসসি বেশ কয়েকটি জাহাজ ও তেল ট্যাঙ্কারের মালিক। প্রতিষ্ঠানটি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সম্প্রতি বেক্সিমকো তাদের ৫ শতাংশের বেশি শেয়ার কিনে নেয়। তারপর থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে বেক্সিমকোর পরিচালক বসানোর কথা চলছিল।
রোববার অনুষ্ঠিত বিএসসি’র বার্ষিক সাধারন সভায় বেক্সিমকোর মোস্তোফা জামানুল বাশারকে বিএসসির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়।
রাষ্ট্রপতির আদেশে ১৯৭২ সালের ৫ ফেব্রুয়ারি বিএসসির জন্ম হয়। বাংলাদেশ ও বহির্বিশ্বের মাঝে খাদ্যশস্য, জ্বালানি, ভোজ্যতেল, পোশাক, প্রক্রিয়াজাতকরণ খাদ্য, চা, চামড়া, রাসায়নিক দ্রব্যসহ কনটেইনারজাত যে কোনো মালামাল আমদানি ও রপ্তানির জন্য প্রতিষ্ঠিত হয় সংস্থাটি।
সরকার কোম্পানির ৫২ দশমিক ১০ শতাংশ শেয়ারের মালিক। ২৩ দশমিক ৯০ শতাংশ শেয়ারের মালিক প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৪ শতাংশ শেয়ার।
১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় বেক্সিমকো। এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
পুঁজিবাজারে এ কোম্পানির ৮৭ কোটি ৬৩ লাখ ১৮ হাজার ৮৭৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে ৩৩ দশমিক ৯৪ শতাংশ আছে পরিচালকদের হাতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৯ দশমিক ৮৮ শতাংশ শেয়ার, বিদেশিদের হাতে রয়েছে দশমিক ৮৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৫ দশমিক ৩৩ শতাংশ শেয়ার।