বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

১০৭ টাকার বেশি দরে রেমিট্যান্স আনছে কয়েকটি ব্যাংক

  •    
  • ৮ ডিসেম্বর, ২০২২ ০০:০৪

৬ ডিসেম্বরের একটি একচেঞ্জ হাউজের রেমিট্যান্স বিতরণের নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাষ্ট্র থেকে আসা একজন গ্রাহকের রেমিট্যান্সের বিপরীতে দুইটি ব্যাংক ডলার প্রতি ১০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দিয়েছে।

বেঁধে দেয়া দামের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে কয়েকটি বেবসরকারি ব্যাংক। সবশেষ সিদ্ধান্ত হয়েছিল, সব ব্যাংক প্রতি ডলারে ১০৭ টাকায় প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স সংগ্রহ করবে। কিন্তু কয়েকটি ব্যাংক এর চেয়েও বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বাজারে ডলার সংকট কাটাতে বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতারা গত ১১ সেপ্টেম্বর এক সভায় ডলারের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দেন। তাতে প্রবাসী আয় বা রেমিট্যান্সে ১০৮ টাকা দাম বেঁধে দেয়া হয়।

পরে কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে দুই দফায় ৫০ পয়সা করে ১ টাকা কমিয়ে এই দর ১০৭ টাকায় নামিয়ে আনে এবিবি ও বাফেদা। কিন্তু এই দর মানছে না কয়েকটি ব্যাংক।

গত ৬ ডিসেম্বরের একটি একচেঞ্জ হাউজের রেমিট্যান্স বিতরণের একটি নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাষ্ট্র থেকে আসা একজন গ্রাহকের রেমিট্যান্সের বিপরীতে দুইটি ব্যাংক ডলার প্রতি ১০৭ টাকা ৫০ পয়সা পর্যন্ত দরে রেমিট্যান্স সংগ্রহ করেছে।

ব্যাংক দুটি বাফেদা ও এবিবির নির্ধারিত দরের চেয়ে ৫০ পয়সা বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তা নিউজবাংলাকে বলেছেন, অন্তত ৫ টি ব্যাংক এবিবি ও বাফেদার নির্ধারিত দামের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। গত কয়েক মাস ধরে এই ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহের ক্ষেত্রে প্রতিযোগিতা করছে।

গত ৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালকুদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বেশি দরে ব্যাংকগুলোর ডলার সংগ্রহ করার বিষয়টি উঠে আসে।

সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সাংবাদিকদের বলেন, ‘বাফেদা-এবিবির নির্ধারিত দরের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে কয়েকটি ব্যাংক। তবে ৯০ শতাংশ ব্যাংক বাফেদা–এবিবির নির্ধারিত দরে ডলার সংগ্রহ করছে। ব্যাংকগুলো যাতে ১০৭ টাকার বেশি দামে রেমিট্যান্স সংগ্রহ না করে সে বিষয়ে সভায় সতর্ক করে দেয়া হয়েছে।’

১ ডিসেম্বর এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন এবং বাফেদার ভাইস চেয়ারম্যান ফিরোজ হোসেন সাক্ষরিত এক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে জানানো হয়, এবিবি-বাফেদা নির্ধারিত দরের চেয়ে বেশি দামে রেমিট্যান্স সংগ্রহ করা যাবেনা।

এরপরও কয়েকটি ব্যাংক ১০৭ টাকার বেশি দরে ডলার সংগ্রহ করছে।

এ বিষয়ে অর্থনীতির গবেষক পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান আহসান এইচ মনসুর নিউজবাংলাকে বলেন, ‘কোন কোন ব্যাংক ১০৭ টাকার চেয়েও বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করছে। ব্যাংকগুলো রেমিট্যান্স সংগ্রহ করার ক্ষেত্রে এক ধরনের প্রতিযোগিতা করছে।’

‘সে সকল ব্যাংক বেঁধে দেয়া দরের চেয়ে বেশি দরে রেমিট্যান্স সংগ্রহ করেছে, তাদের জরিমানা করে সতর্ক করে দিতে হবে। তানাহলে এই অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে না।’

এ বিভাগের আরো খবর