বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা ইসলামী লাইফকে ৩ বছরের পরিকল্পনা দেয়ার নির্দেশ

  •    
  • ৫ ডিসেম্বর, ২০২২ ১৯:১৫

আইডিআরএর সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সকে কোম্পানির সার্বিক অবস্থা উন্নয়নের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা ৩১ ডিসেম্বরের মধ্যে জমার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত বিমা দাবি পরিশোধ ও কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা ও অনুশাসন পরিপালনের নির্দেশ দেয়া হয়।

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে সার্বিক অবস্থা উন্নয়নের জন্য তিন বছর মেয়াদি পরিকল্পনা জমার নির্দেশ নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সোমবার আইডিআরএ’র সঙ্গে পদ্মা ইসলামী লাইফের পরিচালনা পর্ষদের এক সভায় এ নির্দেশনা দেয়া হয়। আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারীর সভাপতিত্বে সভায় নিয়ন্ত্রক সংস্থার সব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা, পদ্মা ইসলামী লাইফের সব পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আইডিআরএ’র নির্বাহী পরিচালক (প্রশাসন) ড. নাজনীন কাউসার চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিমার প্রিমিয়াম আয়, রিনিউয়াল হার, ব্যবস্থাপনা ব্যয়, লাইফ ফান্ডের পরিমাণ, বিনিয়োগ, অনিষ্পন্ন বিমা দাবির পরিমাণ, পরিশোধিত বিমা দারির পরিমাণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

সভায় কোম্পানির সার্বিক অবস্থা উন্নয়নের জন্য তিন বছর মেয়াদি সময়ভিত্তিক পরিকল্পনা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও দ্রুত বিমা দাবি পরিশোধ ও কর্তৃপক্ষের জারি করা সব নির্দেশনা ও অনুশাসন পরিপালনের নির্দেশ দেয়া হয়।

এ বিভাগের আরো খবর