বাংলাদেশের অর্থনীতি আগামী বছরের মার্চ থেকে এপ্রিলের মধ্যে স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
শনিবার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে দুই দিনব্যাপী কুস্তির উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আশার কথা জানান।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনারা পত্র-পত্রিকায় সংবাদ করেছেন রেমিট্যান্স বেড়েছে, এক্সপোর্ট বেড়েছে। ধীরে ধীরে বাংলাদেশ আবার আগের জায়গায় আসবে। আমি মনে করি আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ তা পুরোপুরি ঠিক হয়ে যাবে।’
তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশের অর্থনীতি ভালো, কিন্তু আগে আরও ভালো ছিল। মধ্যে কোভিডের কারণে বিশ্বব্যাপী, মোড়লদের যন্ত্রণায় আমরাও ক্রসফায়ারের মধ্যে পড়ে গিয়েছি। এটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসতেছে, তেলের দাম কমে আসছে, গ্যাসের দাম কমে আসছে।
‘আমাদের মাঠভরা ধান আছে, হাওরে মাছ আছে, সবজি পাওয়া যাচ্ছে। গেল তিন মাসে আমাদের মূল্যস্ফীতি কিছুটা কমেছে; চলতি মাসেও কমবে। আমার বিশ্বাস, এটি আরও কমবে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন, আমাদের অপচয় রোধ করতে হবে। আমরা যারা প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করি, এখন খুব সাবধানে মানুষের প্রকৃত প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্পগুলো নেয়া হচ্ছে। আমাদের ওপর আস্থা রাখেন; আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখুন।’