ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রপ্তানি পোশাক চুরি বন্ধে পুলিশি নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
ঢাকায় পুলিশ সদর দপ্তরে বৃহস্পতিবার আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে দেখা করার সময় তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বিজিএমইএর পরিচালক আসিফ আশরাফ ও পরিচালক রাজীব চৌধুরী উপস্থিত ছিলেন। তারা পোশাকশিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, ‘শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ শিল্পের সুষ্ঠু কার্যক্রম পরিচালনার পূর্বশর্ত।’
তিনি পোশাক খাতে নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে এই শিল্পকে সহযোগিতা দেয়ায় পুলিশ বাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তিনি বলেন, ‘বিজিএমইএ বিশ্বব্যাপী বাংলাদেশ ও পোশাকশিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রচেষ্টার অংশ হিসেবে বিজিএমইএ সম্প্রতি বাংলাদেশ ও পোশাকশিল্পকে আন্তর্জাতিকভাবে তুলে ধরতে মেড ইন বাংলাদেশ উইক আয়োজন করেছে।’
বিজিএমইএ সভাপতি বলেন, ‘মহাসড়কে পণ্য পরিবহনের সময় চুরির ঘটনা কেবল পোশাক রপ্তানিকারকদের আর্থিকভাবে ক্ষতি করে না, ক্রেতাদের কাছেও শিল্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।’
বিজিএমইএ সভাপতি সড়ক ও মহাসড়ককে যানজটমুক্ত রাখতে, বিশেষ করে ঢাকা ও গাজীপুরের মতো বিপুলসংখ্যক রপ্তানিমুখী পোশাক কারখানা ও অন্য শিল্প এলাকাগুলোকে যানজটমুক্ত রাখতে পুলিশের সহযোগিতা চান।