পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা লিমিটেডের রাজেন্দ্রপুর পোটেন্ট প্রোডাক্ট ফ্যাসিলিটি (আরপিপিএফ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জেনেভা থেকে অনুমোদন পেয়েছে। এর ফলে তারা রেনাটা জন্মনিয়ন্ত্রণ পিলের জন্য বিশ্বের বেশিরভাগ দেশেই টেন্ডার বিড করতে পারবে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে রেনাটা।
কোম্পানিটি ডিএসইকে আরও জানিয়েছে, রাজেন্দ্রপুর পোটেন্ট প্রোডাক্ট ফ্যাসিলিটি হল বাংলাদেশে একমাত্র কারখানা, যেটি জন্মনিয়ন্ত্রণ পিলের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রাক-যোগ্যতা অর্জন করেছে।
১৯৭২ সালে আমেরিকার ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড।
বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে কোম্পানিটির ওষুধ রপ্তানি হচ্ছে। ১৯৭৯ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৫০ কোটি টাকা। এর পরিশোধিত মূলধন ১০৭ কোটি ১৯ লাখ ৩০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
গত জুনে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কর পরবর্তী ৫১১ কোটি ৯ লাখ ৬১ হাজার ৪২৯ টাকা মুনাফা করেছে।
কোম্পানিটির ৫১ দশমিক ২৯ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৯ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২২ দশমিক ৮৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারী ও ৬ দশমিক ৫৯ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
কোম্পানিটির শেয়ার রোববার সর্বশেষ এক হাজার ২১৭ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।