বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

শেয়ার কেনার ‘কেউ নেই’, দেড় বছরে দ্বিতীয় সর্বনিম্ন লেনদেন

  •    
  • ২৪ নভেম্বর, ২০২২ ১৫:২৯

সব মিলিয়ে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা। চলতি বছর গত ১৯ জুলাই এর চেয়ে কম ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা লেনদেন হয়েছিল। এর চেয়ে কম লেনদেন হয় ২০২১ সালের ৪ এপ্রিল। লকডাউন আতঙ্কে সেদিন শেয়ারদর কমার পাশাপাশি লেনদেন নেমে আসে ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকায়।

সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে তিন দিনই ঢাকা স্টক এক্সচঞ্জে তিন শ কোটি টাকা লেনদেন হলো। এর মধ্যে সপ্তাহের শেষ কর্মদিবসে সূচক কিছুটা বাড়লেও লেনদেন নেমে এসেছে দেড় বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে।

লেনদেন শুরুর আগে ৫ মিনিট প্রি ওপেনিং সেশনে কম দামে শেয়ার বসিয়ে আতঙ্ক তৈরি করা হচ্ছে, এমন মূল্যায়ন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বৃহস্পতিবার থেকে এই সেশন বাতিল করার পরেও পরিস্থিতি পাল্টায়নি। সূচকের পতন ঠেকলেও লেনদেন নেমেছে তলানিতে।

বৃহস্পতিবার ৪৬টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে ২৮টির দরপতনের দিন ফ্লোর প্রাইসে হাতবদল হয়েছে ২২৬ কোম্পানির শেয়ার। লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন স্থগিত ছিল ২১টি কোম্পানির লেনদেন। ফলে বাকি ৩৯০টি কোম্পানির মধ্যে ৬৯টির একটি শেয়ারও হাতবদল হয়নি।

সব মিলিয়ে লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৮০ লাখ ২৮ হাজার টাকা। চলতি বছর ১৯ জুলাই এর চেয়ে কম ৩১৯ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা লেনদেন হয়েছিল।

এর দুই দিন আগে বিদ্যুৎ সাশ্রয়ে সারা দেশে লোডশেডিং করার ঘোষণা আসে সংবাদ সম্মেলন করে। এরপর পুঁজিবাজারে আতঙ্ক দেখা দেয়। ফলে শেয়ারদর কমার পাশাপাশি কমছিল লেনদেন।

এর চেয়ে কম লেনদেন হয় ২০২১ সালের ৪ এপ্রিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় এর পরদিন থেকে চলাচলে বিধিনিষেধ বা লকডাউনেরও ঘোষণা ছিল। ২০২০ সালের ২৫ মার্চ থেকে এই বিধিনিষেধের মধ্যে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যায়। সেবারও লেনদেন স্থগিত থাকবে, এমন আতঙ্কে বিধিনিষেধ শুরুর আগের দিন ব্যাপক দরপতনের পাশাপাশি লেনদেন নেমে আসে তলানিতে। হাতবদল হয় ২৩৬ কোটি ৬০ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার। তবে লকডাউনেও লেনদেন চলবে, এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার পরদিন থেকেই ঘুরে দাাঁড়ায় বাজার।

এরপর তিন শ কোটি টাকার ঘরে লেনদেন হয়েছে হাতে গোনা কয়েকদিন। এর মধ্যে চলতি সপ্তাহের দুটি কর্মদিবসেই হলো এই ঘটনা। এর মধ্যে গত মঙ্গলবার ৩৫১ কোটি ৯০ লাখ ২৩ হাজার টাকা হাতবদল হয়। এমনকি গত ২৪ অক্টোবর কারিগরি ত্রুটিতে কয়েক ঘণ্টা লেনদেন বন্ধ থাকার দিনও আজকের চেয়ে বেশি ছিল লেনদেন। সেদিন হাতবদল হয় ৩৩৪ কোটি ৭৬ লাখ ৭৩ হাজার টাকা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক কিছুটা বাড়লেও লেনদেন তলানিতে নামায় হতাশা আরও বেড়েছে

উত্থানের একপর্যায়ে লেনদেন ছাড়িয়ে যায় তিন হাজার কোটি টাকার ঘর। তবে গত বছরের সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যে দর সংশোধন শুরু হয়, তা আর শেষের নাম নেই। এর মধ্যে ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হলে বিশ্বের অর্থনীতি হয়ে যায় টালমাটাল, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অভাবে ভুগতে থাকা দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা বারবার আতঙ্কে নিজের ক্ষতি করছেন। এবারও তাই হচ্ছে।

পুঁজিবাজারে এখনকার আতঙ্কের কারণ বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কার মধ্যে দেশের অর্থনৈতিক চাপ। এখন সব শেয়ারের সর্বনিম্ন মূল্য বেঁধে দেয়া আছে, এ কারণে প্রায় তিন শ কোম্পানির শেয়ারের দর কমতে পারছে না। কিন্তু এই সর্বনিম্ন দরে ক্রেতাও নেই।

ফ্লোরের বেশি থাকা ৮০ থেকে ৯০টি কোম্পানিরই শেয়ারেরই মূলত হাতবদল হয় প্রতিদিন। কিছু কোম্পানির একটি, কিছু কোম্পানির ১০ বা ১২ বা ২৮ বা ৩০০ বা ৪০০ বা ৫২৮টি- এভাবেই চলছে লেনদেন। বিপুলসংখ্যক শেয়ার বসানো থাকে বিক্রেতার ঘরে। কিন্তু ক্রেতা নেই।

এমনকি অর্থনৈতিক চাপের মধ্যেও দারুণ মুনাফা করছে, এমন কোম্পানির শেয়ারেরও ক্রেতা নেই। এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থা ফ্লোর প্রাইস থেকে ১০ শতাংশ ছাড়ে ব্লক মার্কেটে শেয়ার বিক্রির যে সুযোগ দিয়েছে, তাতেও নেই সাড়া।

যেসব কোম্পানির লেনদেন হয়েছে, তার মধ্যে কেবল ৫৩টির এক কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছে। এসব কোম্পানিতে হাতবদল হয়েছে ২৬৪ কোটি ৯০ লাখ টাকা, যা মোট লেনদেনের ৮১ শতাংশ।

বকি ২৪৭টি কোম্পানিতে লেনদেন হয়েছে কেবল ২৩ কোটি ৩ লাখ টাকা।

লেনদেনের এই করুণ চিত্র নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী নিউজবাংলাকে বলেন, ‘বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও পুঁজিবাজারের অস্থিতিশীল পলিসির কারণে বিনিয়োগকারীরা সাইড লাইনে রয়েছেন। এখন বিনিয়োগে যাচ্ছেন না। যার কারণে লেনদেন এই পর্যায়ে নেমে এসেছে।’

দরবৃদ্ধির শীর্ষ ১০

ধারাবাহিকভাবে দর বাড়ছে নতুন তালিকাভুক্ত চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের। সর্বোচ্চ ৯ দশমিক ৮৯ শতাংশ দর বেড়ে শেয়ার লেনদেন হয়েছে ৬৫ টাকা ৫০ পয়সায়, যা আগের দিন ছিল ৫৯ টাকা ৬০ পয়সায়।

৮ দশমিক ০৩ শতাংশ বেড়ে এপেক্স ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ২৫৯ টাকা ৫০ পয়সায়, যা আগের দিন ছিল ২৪০ টাকা ২০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে ছিল অ্যাডভেন্ট ফার্মা। ৭ দশমিক ২৫ শতাংশ দর বেড়ে শেয়ারটি হাতবদল হয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। আগের দিনের দর ছিল ২৪ টাকা ৮০ পয়সা।

তালিকার পরের স্থানে থাকা মনোস্পুল, এডিএন টেলিকম ও বিকন ফার্মার দর বেড়েছে ৫ শতাংশের বেশি। ৪ শতাংশের বেশি দর বেড়েছে ইস্টার্ন হাউজিং ও নাভানা ফার্মার। এ ছাড়া এএফসি অ্যাগ্রো ও পেপার প্রসেসিংয়ের দর বেড়েছে ৩ শতাংশের বেশি।

দরপতনের শীর্ষ ১০

দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন। ৭ দশমিক ৪৯ শতাংশ কমে শেয়ারটি লেনদেন হয়েছে ৬৬২ টাকা ৪০ পয়সায়, আগের দিনে দর ছিল ৭১৬ টাকা ১০ পয়সা।

ফ্লোর প্রাইস দেয়ার পর ১০৭ টাকা থেকে বেড়ে এক হাজার টাকা ছুঁয়ে ফেলার পর এক মাসেরও কম সময়ে সেখান থেকে প্রায় ৪০ শতাংশ দর হারাল কোম্পানিটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৫ দশমিক ২৮ শতাংশ কমে জিপিএইচ ইস্পাতের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ টাকা ৮০ পয়সায়। আগের দিন ক্লোজিং প্রাইস ছিল ৪৭ টাকা ৩০ পয়সা।

অ্যাম্বি ফার্মার দর কমেছে তৃতীয় সর্বোচ্চ ৩ দশমিক ১৬ শতাংশ। শেয়ার হাতবদল হয়েছে ৫০১ টাকা ৭০ পয়সায়। আগের দিনে দর ছিল ৫১৮ টাকা ১০ পয়সা।

সমান ৩ দশমিক ১৬ শতাংশ দর কমে ফাইন ফুডসের শেয়ার কেনাবেচা হয়েছে ৫৫ টাকা ১০ পয়সায়।

তালিকার পরের স্থানে থাকা সোনালী পেপার, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স ও সোনালী আঁশের দর কমেছে ২ শতাংশের বেশি।

এ ছাড়া শীর্ষ দশের বাকি তিন কোম্পানি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও বেঙ্গল উইন্ডসরের দর কমেছে ১ শতাংশের বেশি।

সূচকে প্রভাব যাদের

সবচেয়ে বেশি ৫ দশমিক ৬৯ পয়েন্ট সূচক বাড়িয়েছে বিকন ফার্মা। এদিন শেয়ারটির দর বেড়েছে ৫ দশমিক ০৩ শতাংশ।

বেক্সিমকো গ্রিন সুকুকের দর ২ দশমিক ৩০ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ১ দশমিক ৭১ পয়েন্ট।

নাভানা ফার্মা সূচকে যোগ করেছে শূন্য দশমিক ৭৭ পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে ৪ দশমিক ৩৬ শতাংশ।

এর বাইরে সূচকে পয়েন্ট যোগ করেছে বসুন্ধরা পেপার, ইস্টার্ন হাউজিং, এডিএন টেলিকম, কোহিনূর কেমিক্যাল, বাটা সুজ, সামিট অ্যালায়েন্স পোর্ট ও লাফার্জ হোলসিম বাংলাদেশ।

সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক বাড়িয়েছে ১২ দশমিক ০২ পয়েন্ট।

বিপরীতে সবচেয়ে বেশি ২ দশমিক ০৭ পয়েন্ট সূচক কমেছে জিপিএইচ ইস্পাতের দরপতনে। কোম্পানিটির দর কমেছে ৫ দশমিক ২৯ শতাংশ।

সমান ২ দশমিক ০৭ পয়েন্ট সূচক কমেছে ওরিয়ন ইনফিউশনের কারণে। শেয়ার প্রতি দাম কমেছে ৭ দশমিক ৫০ শতাংশ।

সোনালী পেপারের দর ২ দশমিক ৭২ শতাংশ কমার কারণে সূচক কমেছে ১ দশমিক ২১ পয়েন্ট।

এ ছাড়া স্কয়ার ফার্মা, সি-পার্ল, বাংলাদেশ শিপিং করপোরেশন, শাহজালাল ইসলামী ব্যাংক, ওয়ান ব্যাংক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ও সন্ধানী ইন্স্যুরেন্সের দরপতনে সূচক কমেছে।

সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে ৮ দশমিক ৩২ পয়েন্ট।

এ বিভাগের আরো খবর