বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড কর্তৃক পটুয়াখালীতে বাস্তবায়িত পায়রা ১৩২০ মেগাওয়াট থারমাল পাওয়ার প্লান্ট প্রকল্পের ঋণদাতা প্রতিষ্ঠান দ্য এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অফ চায়না-এর অ্যাকাউন্ট ব্যাংক ও সিকিউরিটি এজেন্ট ব্যাংক (অনশোর) হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে।
সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম এবং বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার এ. এম. খুরশেদুল আলম।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ ও সুভাষ চন্দ্র দাস, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদ, পায়রা ১৩২০ মেগাওয়াট থারমাল পাওয়ার প্লান্টের হেড অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মো. মোয়াল্লেম হোসাইন, ডিএম অ্যান্ড ম্যানেজার ইন-চার্জ মো. আমিনুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।