বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আলুর কেজি ৪০০

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ১১:৫৬

ক্রেতা প্রকাশ সরকার বলেন, ‘আজ আমাদের নবান্ন। তাই নতুন নতুন বাজারে কী উঠছে কিনতে আসছি। বাজারে দেখলাম নতুন আলু উঠছে। বছরের নতুন সবজি হিসেবে আলুর দাম বেশি। এক কেজির আলুর দাম ৩০০ টাকা। সকালে নাকি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হইছে। এভাবে তো দুই কেজি আলু বিক্রি করে এক কেজি মাংস কেনা যাবে।’

দেশের শীর্ষ খাদ্য উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত দিনাজপুরের বাজারে আগাম জাতের আলু উঠতে শুরু করেছে। নতুন জাতের আলু বাজারে বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। বছরের নতুন সবজি ও নবান্ন উৎসবকে সামনে রেখে আলুর দাম বেশি বলে জানিয়েছেন ক্রেতা ও বিক্রেতারা।

দিনাজপুর রেলবাজারে গিয়ে দেখা যায়, নতুন আলু আমদানি হয়েছে মাত্র ১৫ কেজি। আর এই আলু কিনতেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা। বাজারদর ক্রয়সীমার বাইরে হওয়ায় কেউ কিনছেন ১০০ গ্রাম আবার কেউ ৫০০ গ্রাম।

ক্রেতারা জানান, বছরের নতুন সবজি ও শুক্রবার নবান্ন উৎসব হওয়ায় আলুর দাম বেশি।

বাজার করতে আসা প্রকাশ সরকার বলেন, ‘আজ আমাদের নবান্ন। তাই বাজারে নতুন কী উঠছে, কিনতে আসছি। বাজারে দেখলাম নতুন আলু উঠছে। বছরের নতুন সবজি হিসেবে আলুর দাম বেশি। এক কেজির আলুর দাম ৩০০ টাকা। সকালে নাকি ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হইছে। এভাবে তো দুই কেজি আলু বিক্রি করে এক কেজি মাংস কেনা যাবে।’

মানিক বসাক নামের এক ক্রেতা বলেন, ‘সবজি হিসেবে আমাদের নতুন আলুর দরকার। সেই আলুর দাম নাকি ৪০০ টাকা। যাই হোক, আমাদের প্রয়োজন নিতেই হবে, তাই বাধ্য হয়ে নিলাম। দোকানি তো ৪০০ টাকার নিচে দিবেই না, সবশেষে ৩০০ টাকা দিয়ে কিনতে পারলাম। এক কেজি নিতে পারিনি, তাই হাফ কেজি কিনছি।’

রেলবাজার হাটে নতুন জাতের আলু বিক্রির জন্য আনেন বিক্রেতা টিয়া ও সূর্য নামে দুই বিক্রেতা। সূর্য বিক্রির জন্য আলু এনেছেন ১০ কেজি আর টিয়া ৫ কেজি।

আলু বিক্রেতা টিয়া বলেন, ‘ওল বিক্রি করছি ২৫০ টাকায় আর আলু বিক্রি করছি ৪০০ টাকা করে। এরপর সজনে বিক্রি করছি ২৬০ টাকা করে। কাঁচাবাজারের দাম সব সময় ওঠানামা করে মৌসুমের ওপর। এখনও নতুন আলু ওঠেনি, সজনে গাছে নেই, ওলও কম পাওয়া যাচ্ছে। তাই বাজারে দামটা বেশি।

‘আবার শুক্রবার নবান্ন। এ জন্য বাজারে আলুর এত দাম। নবান্ন যারা করেন, তাদের নতুন নতুন শাক-সবজি কিনতেই হবে। তাই বাজারে এত দাম।’

আলু বিক্রেতা সূর্য বলেন, ‘আমি মাত্র ১০ কেজি আলু আনছি। কিনে আনছি বাহাদুর বাজার থেকে ২৪০ টাকা করে। আর বিক্রি করছি ৩০০ টাকা করে। ৩০০ টাকা দরে ক্রেতারা খাচ্ছে। ১০০ গ্রাম, ২০০ গ্রাম আলু কিনছেন ক্রেতারা।’

এ বিভাগের আরো খবর