এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড (এক্সিম) চট্টগ্রামের শান্তিরহাটে ১৪৪তম শাখা উদ্বোধন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ হোসেন প্রধান অতিথি হিসেবে এই শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চট্টগ্রাম আঞ্চলিক ব্যবস্থাপক ড. এস এম আবু জাকের।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জসিম উদ্দিন ভূঁইয়া। ব্যাংকের কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং বিভাগের প্রধান সঞ্জীব চ্যাটার্জি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের বিভিন্ন সেবা ও সিএসআর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘এক্সিম ব্যাংক আপনাদের ব্যাংক। আপনাদের সহযোগিতায় এই ব্যাংক এগিয়ে যাবে।’