বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপ: টিভিতে ২২ শতাংশ পর্যন্ত ছাড়

  •    
  • ১৫ নভেম্বর, ২০২২ ১৯:২৪

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা টানতে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন কোম্পানিগুলোও দিচ্ছে বিশেষ ছাড়। ব্র্যান্ড ও আকার বিবেচনায় প্রতিটি টেলিভিশন বিক্রিতে ১৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ফুটবল দোরগোড়ায়। শনিবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠছে মাসব্যাপী এই মহোৎসবের। ফুটবলের এই মহাযুদ্ধ ঘিরে পুরো বিশ্ব মাতোয়ারা। পিছিয়ে নেই বাংলাদেশও।

ফুটবলের এই মহোৎসবকে ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উৎসবের আবহ। প্র্রতিটি খেলা পরিবারের সবাই মিলে উপভোগ্য পরিবেশে দেখার জন্য চলছে তোড়জোড়। তার প্রস্তুতি হিসেবে অনেকেই ঘরের পুরনো টেলিভিশন বদলে নতুন টেলিভিশন কিনছেন। সে সুবাদে বেড়ে গেছে বিভিন্ন ব্যান্ডের টেলিভিশন বিক্রি।

রাজধানীর বিভিন্ন বাজার ও শো-রুম ঘুরে টেলিভিশন বিক্রি বেড়ে যাওয়ার চিত্র দেখা গেছে। প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতা টানতে বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন কোম্পানিগুলোও দিচ্ছে বিশেষ ছাড়। ব্র্যান্ড ও টেলিভিশনের আকার বিবেচনায় ১৫ থেকে ২২ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে।

বিভিন্ন ব্র্যান্ডের ব্যবস্থাপকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের শো-রুমে অন্যান্য সময়ের চেয়ে টেলিভিশনের বিক্রি অনেকটাই বেড়েছে। ক্রেতারা তাদের পছন্দ পরিবর্তন করে নতুন মডেলের আধুনিক টেলিভিশনের দিকে ঝুঁকছেন। পরিবারের সবাইকে নিয়ে একসঙ্গে খেলা উপভোগ করতেই ক্রেতারা ঘরে নতুন স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি নিয়ে যাচ্ছেন।

বাটারফ্লাই শাহজাদপুর শাখার ব্যবস্থাপক ফরহাদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘চার বছর পর পর আসে বিশ্বকাপ ফুটবল। আর এই সময়টাতে বরাবরই টেলিভিশনের বিক্রি বাড়ে। এবারও ব্যতিক্রম হয়নি। অনেকেই ঘরের পুরনো টেলিভিশন সরিয়ে নতুন ও আধুনিক টেলিভিশন কিনছেন।

‘এই শো-রুমে পাঁচ ব্র্যান্ডের টেলিভিশন পাওয়া যাচ্ছে। সেগুলো হলো- স্যামসাং, তোশিবা, হাইসেন্স, হায়ার, এলজি ও ইকোপ্লাস। সব ব্র্যান্ডের টিভির ক্ষেত্রেই বিক্রি কয়েক গুণ বেড়েছে। আর বেশিরভাগই স্মার্ট টিভির ক্রেতা।’

রাজধানীর বাড্ডায় ওয়াল্টনের শো-রুমেও বিশ্বকাপ ঘিরে টেলিভিশন বিক্রি বেড়েছে। ছবি: নিউজবাংলা

গুলশান অ্যাভিনিউয়ে ই-স্টেশন নামক একটি আমদানিকারক প্রতিষ্ঠান সনি ও স্যামসাংয়ের বিভিন্ন মডেলের স্মার্ট অ্যান্ড্রয়েড টেলিভিশন বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানটির শাখা ব্যবস্থাপক খন্দকার তারিকুল ইসলাম বলেন, ‘ফুটবল বিশ্বকাপ এলে সব সময়ই টিভির বিক্রি বেড়ে যায়। এবারও আমাদের টিভির বিক্রি বেড়েছে। অন্যান্য সময়ের তুলনায় এ বিক্রি দ্বিগুণ হবে।’

বিশ্বকাপ উপলক্ষে ছাড়ের ব্যাপারে তিনি বলেন, ‘আমাদের এখানে ৫৫ ইঞ্চির টিভিতে মোট মূল্যের ওপর ১৫ শতাংশ ছাড় দেয়া হচ্ছে। ৭০ ইঞ্চির কিউএলইডি টিভির মূল্য এক লাখ ২৫ হাজার, এতেও ১৫ শতাংশ ছাড় রয়েছে।

‘এছাড়া ৬৫ ইঞ্চি টিভির দাম এক লাখ ১০ হাজার টাকা এবং এতে ছাড় ২০ থেকে ২২ শতাংশ। সনি ব্রাভিয়া ৫৫ ইঞ্চি টিভির মূল্য ১ লাখ ১০ হাজার টাকা। এগুলোতে বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ছাড় দেয়া হয়েছে।’

সিঙ্গার ব্র্যান্ডের শাহজাদপুর শাখার সহকারী ব্যবস্থাপক বঙ্কিম গোমেজ বলেন, ‘অর্থনৈতিক সংকটের কারণে মানুষ এখন বিলাসিতা কমিয়েছে। এজন্য আগে বিশ্বকাপ ফুটবল ঘিরে টেলিভিশন বিক্রি যে হারে বেড়েছে এবার তেমনটা নেই।

‘যাদের একেবারেই দরকার, তারা ছাড়া অন্যরা তেমন একটা টেলিভিশন কিনতে আসছে না। তাই বলা যায়, প্রত্যাশা অনুযায়ী বিক্রি বেশি বাড়েনি। নিতান্তই যাদের দরকার শুধু তারাই টিভি কিনছেন।’

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে সিঙ্গারও বিশেষ ছাড় দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, ৪৩ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল সিঙ্গার টিভির মূল্য ৪২ হাজার ৯৯০ টাকা। এতে নগদ ছাড় থাকছে ২ হাজার ৬১৭ টাকা, ডাউন পেমেন্টে ছাড় ১৪৯৫ টাকা এবং জার্সি ফ্রি।

৩২ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোলের মূল্য ২৮ হাজার ৯৯০ টাকা। এতে নগদ ছাড় থাকছে ১ হাজার ৫১৩ টাকা এবং ডাউন পেমেন্টে ছাড় ৭৫৬ টাকা। সব মডেলের সঙ্গেই থাকছে ফ্রি জার্সি। পাশাপাশি এসএমএসের মাধ্যমে সারাদেশ থেকে লটারির মাধ্যমে প্রতিদিন একজন ক্রেতা পাবেন একদম বিনামূল্যে টিভি।

রাজধানীর শাহজাদপুরে বাটারফ্লাই শো-রুমে সাজানো রয়েছে পাঁচ ব্র্যান্ডের টেলিভিশন। ছবি: নিউজবাংলা

বিদেশি ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দেশীয় ব্র্যান্ড ওয়ালটনও ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে। ব্র্যান্ডটির বাড্ডা শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ রাসেল ও শাহজাদপুর শাখার ব্যবস্থাপক কামরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা যায়, তারাও বিভিন্ন আকর্ষণীয় ছাড় দিয়ে ক্রেতাদের ভালো সাড়া পাচ্ছেন। বিক্রি বেড়েছে অনেকটাই।

তারা জানান, ৩২ ইঞ্চির টিভির চাহিদা সবচেয়ে বেশি। এর রেগুলার মূল্য ১৮ হাজার ৯০০ টাকা থেকে কমিয়ে ১৪ হাজার ৯০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ৩২ ইঞ্চি বেসিক টিভির মূল্য ১৫ হাজার ৯৯০ টাকা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক মিজানুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘বিভিন্ন দেশি-বিদেশি ইলেক্ট্রনিকস ব্র্যান্ড ক্রীড়া আসরকে কেন্দ্র করে যেসব ছাড় দিয়ে থাকে তা তাদের ব্যবসায়িক কৌশল। এর মাধ্যমে তারা ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে বিক্রির প্রসার ঘটায়।

‘কোম্পানিগুলোর এই বিক্রির কৌশলকে ইতিবাচকই বলবো। তবে এমন ছাড় যদি সব সময়ই দেয়া হতো তাহলে ক্রেতারা সুবিধা ভোগ করতে পারতেন। এই ধারা অব্যাহত থাকুক। এর মাধ্যমে একটা সুস্থ বাজার পরিবেশ গড়ে উঠবে। প্রতিযোগিতার বাজারে কোম্পানিগুলো আরও সুলভ মূল্যে ক্রেতাদের পণ্য সরবরাহ করবে।’

এ বিভাগের আরো খবর