বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসডিজি বাস্তবায়নে শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: দেবপ্রিয়  

  •    
  • ১৩ নভেম্বর, ২০২২ ২২:২৯

বর্তমানে দেশের স্থানীয় সরকার শক্তিশালী নয় বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, ‘আগে স্থানীয় সরকার শক্তিশালী ছিল। কিন্তু যখন থেকে স্থানীয় সরকার নির্বাচন সরাসরি দলীয় প্রতীক নিয়ে হচ্ছে, তখন থেকে এ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এতে দেশের ক্ষতি হয়েছে।’

বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা- দি হাঙ্গার প্রজেক্ট আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোববার এ মন্তব্য করেন ড. দেবপ্রিয়।

তিনি বলেন, ‘এসডিজি বাস্তবায়ন করতে হলে দেশের সবাইকে এগিয়ে আসতে হবে। একা সরকারের পক্ষে এটা কোনো দিনও সম্ভব হবে না। বিষয়টাকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আর এতে নেতৃত্ব দেবে স্থানীয় সরকার। তাহলে জবাবদিহি থাকবে।’

বর্তমানে দেশের স্থানীয় সরকার শক্তিশালী নয় বলে মনে করেন দেবপ্রিয়। তিনি বলেন, ‘আগে স্থানীয় সরকার শক্তিশালী ছিল। কিন্তু যখন থেকে স্থানীয় সরকার নির্বাচন সরাসরি দলীয় প্রতীক নিয়ে হচ্ছে, তখন থেকে এ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এতে দেশের ক্ষতি হয়েছে।’

স্বেচ্ছাসেবী সংস্থা- দি হাঙ্গার প্রজেক্টের বাংলাদেশপ্রধান বদিউল আলম মজুমদার গোলটেবিল বৈঠকে বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে একটি প্রকল্প তুলে ধরেন। সেখানে তিনি দেখান, কীভাবে বাংলাদেশের দুটি ইউনিয়নে সাধারণ মানুষকে প্রশিক্ষণ দিয়ে এসডিজির লক্ষ্যমাত্রাগুলো বাস্তবায়ন করানো হয়েছে। আর এই ক্ষেত্রে টাকা-পয়সা দিয়েছে সেই অঞ্চলের মানুষ নিজেরাই।’

সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যাপক শামসুল আলম বলেন, ‘সরকার কেন্দ্রীয় পর্যায় থেকে এসডিজি অর্জনের কৌশল তৈরি করতে পারে। তবে এটির বাস্তবায়ন হতে হবে তৃণমূল পর্যায় থেকে। কেউ কেউ এসডিজি বাস্তবায়নে সরকারের কর্মকাণ্ডের জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলেন। তবে আমি মনে করি জবাবদিহিতার মধ্যে আনতে পারলে এটি বড় কোনো সমস্যা না।’

এসডিজি অর্জনে সক্রিয়ভাবে আরও ভূমিকা পালনের জন্য ইউএনডিপিকে অনুরোধ করেছেন প্রতিমন্ত্রী।

এ বিভাগের আরো খবর