ছিলেন শত শত কোটি ডলারের মালিক। সেখান থেকে মাত্র চার দিনে সম্পদ কমে দাঁড়াল শত কোটি ডলারের নিচে। বলছি যুক্তরাষ্ট্রের ৩০ বছর বয়সী উদ্যোক্তা, বিনিয়োগকারী, ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ এফটিএক্সের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যামুয়েল ব্যাংকম্যান-ফ্রাইডের কথা।
এক সপ্তাহেরও কম সময়ে প্রায় ১ হাজার ৬০০ কোটি ডলার হারিয়েছেন এ ক্রিপ্টো জিনিয়াস। বর্তমানে তার হাতে রয়েছে ৯০ কোটি ডলার সমমূল্যের সম্পদ।
ব্লুমবার্গের প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে গত সপ্তাহের শুরুর দিন সোমবার ব্যাংকম্যান-ফ্রাইডের সামগ্রিক সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৬ বিলিয়ন ডলার, তবে সপ্তাহ শেষ হওয়ার আগে তার ক্রিপ্টো এক্সচেঞ্জ এফটিএক্সে ধস নামায় সম্পদের পরিমাণ নেমে আসে শূন্যের কোটায়।
এ ঘটনাকে ইতিহাসের সর্বোচ্চ সম্পদ হারানোর ঘটনার একটি হিসেবে অভিহিত করেছে ব্লুমবার্গ।সম্পদের পাশাপাশি নিজের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এফটিএক্সে পদও হারিয়েছেন স্যামুয়েল।
সিএনএনের খবরে বলা হয়, ক্রিপ্টো জগতে ‘এসএনবি’ খ্যাত স্যামুয়েল ব্যাংকম্যান ফ্রাইড পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পদ থেকে। আর এফটিএক্স দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে নথিভুক্ত হওয়ার আবেদন করেছে সংশ্লিষ্ট দপ্তরে।
স্যামুয়েলের সম্পদের বেশিরভাগই ছিল ভার্চুয়াল মুদ্রাকেন্দ্রিক। কম বয়সে এত সম্পদ অর্জনের স্বীকৃতি হিসেবে ফরচুন ম্যাগাজিন তাকে আগামী দিনের ওয়ারেন বাফেট হিসেবে আখ্যা দিয়েছিল।
মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি স্যামুয়েলের ক্রিপ্টো এক্সচেঞ্জ প্রতিষ্ঠান এফটিএক্স কেনার ঘোষণা দেয় আরেক ক্রিপ্টো প্রতিষ্ঠান বিনান্স। এর পর থেকেই ব্যাপক হারে কমতে থাকে স্যামুয়েলের সম্পদ।
এফটিএক্স অধিগ্রহণের খবর ছড়িয়ে পড়লে রাতারাতি স্যামের সম্পদ প্রায় ১৪.৬ বিলিয়ন (১ হাজার ৪৬০ কোটি) ডলার কমে যায়। পরবর্তী সময়ে আরও সম্পদ হারান তিনি।
কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে স্যাম বলেছিলেন, ‘বিপুল এ সম্পদ আমি মানুষের কল্যাণে ব্যয় করতে চাই। এই কাজ করতে গিয়ে পকেটে যদি কানাকড়িও না থাকে, তাতেও চলবে।’
রবিনহুডকে নিজের আদর্শ হিসেবে গণ্য করা স্যামুয়েল জানান, বিলিয়নেয়ার হওয়ার পরও তিনি একটি করোলা গাড়ি চালান। অন্যদের সাহায্য করেই সুখী হতে চান।
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেছেন স্যামুয়েল। তার বাবা স্ট্যানফোর্ড ল’ স্কুলের অধ্যাপক।
ক্রিপ্টোকারেন্সির জগতে পা দেয়ার আগে ওয়াল স্ট্রিটে ব্রোকার হিসেবে কাজ করেন এই তরুণ।
চলতি বছরের মাঝামাঝি ক্রিপ্টোর ক্রমশ পতনমুখী বাজারে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্যামুয়েল। তার প্রতিষ্ঠান এফটিএক্স এক্সচেঞ্জ এবং আলামেডা নিজস্ব ফান্ড ব্যবহার করে বাঁচিয়েছিল পতনের ঝুঁকিতে থাকা ব্লকফাই ও ভয়েজারের মতো ক্রিপ্টো কোম্পানিগুলিকে।