পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর সম্প্রতি বেড়েছে অস্বাভাবিকভাবে। তবে এমন দরবৃদ্ধির কারণ জানা নেই কোম্পানিটির। ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমনটাই জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
ডিএসইর ওয়েবসাইটে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।
শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) ছাড়াই কোম্পানিটির শেয়ারদর এভাবে বাড়ছে।
লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১ নভেম্বর প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার লেনদেন হয় ৬৬ টাকা ২০ পয়সায়, এবং ৯ নভেম্বর দর বেড়ে দাঁড়ায় ৯৫ টাকায়। অর্থাৎ এই ৬ কর্মদিবসে শেয়ারদর বেড়েছে ২৮ টাকা ৮০ পয়সা বা ৪৩৭ শতাংশ।
এমন দরবৃদ্ধিকে অস্বাভাবিকভাবে দেখছে ডিএসই কর্তৃপক্ষ। তবে কারণ ছাড়াই এমন দরবৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছে কোম্পানিটি।