শীত মৌসুমে শীতার্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে ১ লাখ ৫০ হাজার পিস কম্বল ও শীতবস্ত্র দিয়েছে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক)।
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার সকালে এক অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের পক্ষে কম্বলগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়।
প্রধানমন্ত্রীর হাতে শীতবস্ত্র ও কম্বল তুলে দেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের দুই সদস্য মো. আব্দুল্লাহ ও মো. নাজমুস সালেহীন।
এদিন প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডারে দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পক্ষে মোট ২৮ লাখ ৮৫ হাজার কম্বল দেয়া হয়। আরেকটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে দেয়া হয় ১০ কোটি টাকা।
এর আগেও বিভিন্ন সময় আর্তমানবতার সেবায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও ভান্ডারে সহায়তা দিয়েছে এক্সিম ব্যাংক।