বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিভিন্ন খাতের সম্ভাবনা জানতে চেয়েছে আইএমএফ

  •    
  • ৭ নভেম্বর, ২০২২ ১৯:৩৭

বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন নিউজবাংলাকে বলেন, ‘আইএমএফ প্রতিনিধিরা জানতে চেয়েছেন আমরা কী করছি। বিশেষত বিদেশি বিনিয়োগ টানার জন্য আমাদের পদক্ষেপ কী। গ্রাজুয়েশনের পর বাংলাদেশ কিভাবে কাজ করবে সে সম্পর্কেও তারা জানতে চান।’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সোমবারের বৈঠকে দেশের বিভিন্ন খাতের সম্ভাবনা সম্পর্কে জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সফররত আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বৈঠক শেষে এসব তথ্য জানান বিডার নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) প্রতিনিধিও এই বৈঠকে উপস্থিত ছিলেন।

মহসিনা ইয়াসমিন নিউজবাংলাকে বলেন, ‘আমাদের সঙ্গে আইএমএফ প্রতিনিধিদের রুটিন মিটিং হয়েছে। তারা জানতে চেয়েছেন আমরা কী করছি। বিশেষত বিদেশি বিনিয়োগ টানার জন্য আমাদের পদক্ষেপ কী সে সম্পর্কে তারা জানতে চান।

‘করোনাভাইরাসের প্রভাব গেল। আবার যুদ্ধ হচ্ছে। এ অবস্থায় আমরা কিভাবে দেশে বৈদেশিক বিনিয়োগ আনব সেটা জানতে চেয়েছে। বাংলাদেশ গ্রাজুয়েশনের পর কিভাবে কাজ করবে সে বিষয়েও তারা জানার আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের জানিয়েছি।’

বিডার আরেক কর্মকর্তা জানান, আইএমএফ বাংলাদেশের বিভিন্ন খাতের সম্ভাবনাগুলোর বিষয়ে জানতে চেয়েছে। বাংলাদেশের সুনীল অর্থনীতি দেশ কিভাবে কাজে লাগাবে, দেশের কোন কোন খাত ভাল করছে, কোন খাতে কত বিনিয়োগ আসছে- এসব বিষয়ে তাদের বিস্তারিত জানানো হয়েছে। বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের বর্তমান অবস্থাও জানতে চেয়েছেন আইএমএফ প্রতিনিধিরা। পাশাপাশি দেশের অবকাঠামো উন্নয়নের বিষয়ে তারা জানতে চান।

সরকার বাজেট সহায়তা হিসেবে আইএমএফ-এর কাছে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে। এ নিয়ে আলোচনা করতে সংস্থাটির ১০ সদস্যের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে।

আইএমএফের বাংলাদেশ মিশন প্রধান রাহুল আনান্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থার সঙ্গে বৈঠক করেছে।

এ বিভাগের আরো খবর