বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ মহিলা কর্মীদের জন্য বেঙ্গল ইন্সপায়ার্স উইমেন প্ল্যাটফর্মের অধীনে ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, প্রতি বছর বাংলাদেশে প্রায় ৭ হাজার নারী অর্থাৎ প্রতিদিন ১৯ জন নারী মারা যাচ্ছে প্রাণঘাতী ব্রেস্ট ক্যানসারের কারণে। শুধু সচেতনতাই পারে এই মৃত্যুহার অনেকটা কমিয়ে আনতে।
গ্রুপটির হিউমান রিসোর্স ডিপার্টমেন্ট ‘জেগে উঠি একসাথে’ এই স্লোগান নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য সোমবার কার্যক্রমটি অনুষ্ঠিত হয় বলে প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দুই ঘণ্টার একটি সেশনে এই রোগটির শনাক্তকরণ ও চিকিৎসা নিয়ে কর্মীদের সচেতন করা হয়। বেঙ্গল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরীণ চিকিৎসক সেশনটি পরিচালনা করেন। এ ছাড়াও হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এবং ফ্যাক্টরি প্রধানরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।