চেক নগদায়নের আগে শেয়ার কেনা যাবে না বলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্দেশনা পাল্টানোর সিদ্ধান্ত হলেও দরপতন থামেনি পুঁজিবাজারে।
নতুন ইস্যু হিসেবে সামনে এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল- আইএমএফ থেকে সাড়ে চার বিলিয়ন ডলার ঋণ পাওয়ার আশায় সংস্থাটির সঙ্গে সরকারের বৈঠক ইস্যু।
আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি পুঁজিবাজারে কোনো ধরনের বাইরের হস্তক্ষেপের বিরুদ্ধে। বর্তমানে দরপতন ঠেকাতে ‘ফ্লোর প্রাইস’ নামে সব শেয়ারের সর্বনিম্ন দর বেঁধে দিয়ে যে হস্তক্ষেপ করা হয়েছে, সেটি নিয়ে আইএমএফ কথা তুলতে পারে- এ নিয়ে শঙ্কার কথা বলাবলি হচ্ছে।
গত ১১ অক্টোবর চেক নিয়ে নির্দেশনা জারির পর থেকে পুঁজিবাজারে নতুন করে যে সংকট দেখা দিয়েছিল, সেটি আমলে নিয়ে ৩০ অক্টোবর এক বৈঠকে নির্দেশনা পাল্টানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি।
নিউজবাংলায় সেদিনই এ নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। বিএসইসি চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম জানান, চেক ব্যাংকে জমা না দিয়ে জালিয়াতির যে ৩৭টি প্রমাণ তারা পেয়েছেন, সেসব অভিযোগে শাস্তির বিধান রেখে এই নির্দেশনা সংশোধন করে দু-এক দিনের মধ্যে নতুন আদেশ জারি হচ্ছে।
এই সিদ্ধান্তটি বিনিয়োগকারীদের জন্য স্বস্তিকর হলেও তার আভাস সেই সোমবারের লেনদেনে। প্রায় পৌনে তিন শ কোম্পানির ফ্লোর প্রাইসে হাতবদল হতে থাকার মধ্যে বাকি যেসব কোম্পানি আছে তার মধ্যে দর হারিয়েছে ৮৬টি কোম্পানি। বেড়েছে ২৯টির দর। ২৩২টি কোম্পানি আগের দিনের দরে লেনদেন হয়েছে। আরও ৩৭টি কোম্পানি বা মিউচুয়াল ফান্ডের একটি শেয়ার বা ইউনিটও হাতবদল হয়নি।
লেনদেন নেমে এসেছে আট শ কোটি টাকার নিচে। হাতবদল হয়েছে ৭৬৯ কোটি ২৫ লাখ ৫৫ হাজার টাকা।
সকালে এদিন লেনদেন শুরু হয় সূচক বাড়ার মধ্য দিয়েই। প্রথমেই ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে গেলেও পরে তা ক্রমাগত কমতে থাকে। শেষ পর্যন্ত ২৬ পয়েন্ট কমে সূচক নেমে যায় ৬ হাজার ৩০৭.৬৮ পয়েন্টে, যা গত ২৪ অক্টোবরের প্রায় সমান।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র
এর চেয়ে কম সূচক ছিল গত ২৪ অক্টোবর। সেদিন সূচকের অবস্থান ছিল ৬ হাজার ২৮০ পয়েন্ট। তবে সে সময় পুঁজিবাজার তলানি থেকে উঠে এসে বিনিয়োগকারীদের আশা দেখাচ্ছিল।
বিনিয়োগকারীদের মধ্যে আইএমএফ কী নিয়ে আলোচনা
বিনিয়োগকারী ফিদুল বিশ্বাস বলেন, ‘বিনিয়োগকারীদের মধ্যে আইএমএফ নিয়ে বিভিন্ন আলোচনা হচ্ছে। শোনা যাচ্ছে, আইএমএফ খেলাপি ঋণ পরিশোধে কঠোর নীতি অনুসরণের ওপর জোর দিচ্ছে। এতে করে অনেক কোম্পানির ওপর চাপ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বিনিয়োগকারীরা কিছুটা বিচলিত। তারা এই বিষয়টা ভাবছে।’
তিনি আরও বলেন, ‘আইএমএফের হিসাব পদ্ধতিতে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভও কমে আসবে। যেটা একটা শঙ্কার কারণ। শোনা যাচ্ছে, বিদেশিরা ইনভেস্টমেন্ট নিয়ে চলে যাচ্ছে।
তবে আইএমএফের সফরে আশাবাদী আরেকটি পক্ষ। বিনিয়োগকারী একরামুল হক ফাহাদ বলেন, ‘আইএমএফের বাংলাদেশ সফর নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক-ইতিবাচক, দুই ধরনের আলোচনাই হচ্ছে। আইএমএফের সঙ্গে বিএসইসির বৈঠক হবে সম্ভবত ৭ তারিখে। পুঁজিবাজারের জন্য ভালো কিছু হবে। শোনা যাচ্ছে, আইএমএফের মাধ্যমে ভালো বিনিয়োগ আসতে পারে। বিষয়টা আশা জাগাচ্ছে।’
ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও নিউজবাংলাকে বলেন, ‘আইএমএফের সফর নিয়ে পুঁজিবাজার বিনিয়োগকারী ও সংশ্লিষ্টদের মধ্যে তো একটা আলোচনা আছেই। আগেরবার যখন এসেছিল তখন তারা মার্কেট ম্যানুপুলেশন নিয়ে আলোচনা করেছিল। কিন্তু এবার কী নিয়ে আলোচনা করবে তা আমরা জানি না।
‘তবে ধারণা করা হচ্ছে যে, ফ্লোর প্রাইস নিয়ে বা তুলে দেয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। শোনা যাচ্ছে, বিদেশি বিনিয়োগকারীরা বিভিন্ন মাধ্যমে ইনফ্লুয়েন্স করেছে, যাতে ফ্লোর প্রাইস তুলে দেয়া হয় এবং তারা শেয়ার বিক্রি করতে পারে। শেয়ার মার্কেটকে বলা হয়, লিক্যুইড অ্যাসেট। মার্কেটের সেন্সই হলো প্রয়োজনমতো টাকায় রূপান্তর করা। কিন্তু ফ্লোর প্রাইসের কারণে শেয়ার বিক্রি করতে পারা যাচ্ছে না। এতে মার্কেটের সেন্স নষ্ট হয়।
‘আবার অনেকেই চায় না ফ্লোর প্রাইস উঠুক। এতে তাদের লোকসানের আশঙ্কা থাকে। আমি ফ্লোর প্রাইস আরোপের বিপক্ষে ছিলাম। এখন আমিই বলব যে, এটা এখন তুলে দেয়া ঠিক হবে না।’
বেক্সিমকো-ওরিয়ন ও স্বল্প মূলধনিতে সর্বনাশ
গত ২৮ জুলাই সূচক ছয় হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার পর বিএসইসি করোনাকালের মতোই পতন ঠেকাতে ফ্লোর প্রাইসে বেঁধে দেয়। পর দিন থেকে পুঁজিবাজার ঘুরে দাঁড়িয়ে উত্থানে ফেরার ইঙ্গিত দেয়।
তবে করোনাকালের মতো এবারের উত্থান ভারসাম্য মূল্য ছিল না। বড়জোর ৩০টি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে সূচক তরতর করে বাড়তে থাকলেও বেশির ভাগ কোম্পানি ফ্লোর প্রাইসেই গড়াগড়ি খেতে থাকে।
এই বিষয়টি নিয়ে আলোচনা যত বাড়ে, ফ্লোরের কোম্পানির সংখ্যা তত বেশি বাড়তে থাকে।
সূচক বেড়েছে মূলত বেক্সিমকো ও ওরিয়ন গ্রুপের কোম্পানিগুলোর কারণে। এর সঙ্গে স্বল্প মূলধনি বেশ কিছু কোম্পানির দর অল্প সময়ে দেড় বা দ্বিগুণ হয়েছে। বড় মূলধনি বসুন্ধরা পেপার দরও তাই। নতুন তালিকাভুক্ত জেএমআই সিরিঞ্জ, সি পার্ল হোটেল, ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারদরে লাফ দেয়ারও কোনো ব্যাখ্যা ছিল না।
এরই মধ্যে বেক্সিমকো গ্রুপের সবচেয়ে বড় দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড উত্থানের পর ফের ফ্লোরে ফিরেছে, শেয়ারপ্রতি বিনিয়োগকারীর লোকসান ২০ থেকে ৩০ টাকা, বেক্সিমকো ফার্মাও ফ্লোরের কাছাকাছি।
যে ১০টি কোম্পানি সূচক সবচেয়ে বেশি কমিয়েছে, তার মধ্যে তিনটি ওরিয়ন গ্রুপের, একটি বেক্সিমকো গ্রুপের
ওরিয়ন গ্রুপের ওরিয়ন ফার্মা, বিকন ফার্মা ও কোহিনূর কেমিক্যালসের শেয়ারদরে অস্বাভাবিক উত্থানের শেষে পতনের যে গতি, তাতে ব্যাপকভাবে আর্থিক লোকসানের পাশাপাশি টাকা আটকে যাওয়াও লেনদেনের গতি কমার কারণ।
এই কোম্পানিগুলো এখন সূচকের পতন ঘটাচ্ছে না কেবল, লেনদেনের গতি কমার কারণ হয়েও দাঁড়িয়েছে।
ওরিয়ন ফার্মার দর যখন ১৪০ থেকে ১৫৬ টাকার মধ্যে ছিল, তখন এক দিনে আড়াই শ কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। সেই লেনদেন এখন নেমেছে ৪০ কোটির নিচে। যে বেক্সিমকো লিমিটেডে দিনে দুই শ কোটি টাকার বা তার চেয়ে বেশি লেনদেন স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছিল, সেই কোম্পানির লেনদেন নেমেছে ৮ কোটি ১৪ লাখ টাকায়।
অর্থাৎ কয়েক হাজার কোটি টাকা কেবল বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মাতেই আটকে গেছে। কোহিনূর কেমিক্যালসের সর্বোচ্চ দর থেকে বর্তমান দর কম ২২০ টাকা, ওরিয়ন ফার্মা সর্বোচ্চ দর থেকে কমেছে ৪৫ টাকা, বিকন ফার্মা কমেছে ৮০ টাকা, ওরিয়ন ইনফিউশন কমেছে ৩১ টাকা।
গত দুই মাসের সর্বোচ্চ দর থেকে বেক্সিমকো লিমিটেড কমেছে ৩২ টাকা, বেক্সিমকো ফার্মা কমেছে ৫৫ টাকার বেশি।
এই দুটি গ্রুপের মধ্যে বিকন ফার্মার শেয়ার দিনের দরপতনের শীর্ষ তালিকায় ছিল। এই তালিকায় বাকি কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগ ছিল অস্বাভাবিক উত্থান হওয়া স্বল্প মূলধনি ও নতুন কিছু কোম্পানি।
নতুন তালিকাভুক্ত নাভানা ফার্মা শেয়ার প্রতি ১ টাকা ১০ পয়সা লভ্যাংশ ঘোষণার জেরে আগের দিন পুঁজিবাজারে শেয়ারদর বেড়েছিল ৭৮ শতাংশ। সেটির দর এদিন কমেছে সবচেয়ে বেশি ৯.৩৪ শতাংশ।
এ ছাড়া মনোস্পুল পেপারের দর ৮.৭৪ শতাংশ, সেনা কল্যাণ ইনস্যুরেন্সের দর ৮.৬০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের দর ৭.৩৪ শতাংশ, বিএনআইসিএলের দর ৬.৬৭ শতাংশ, জেমিনি সি ফুডের দর ৬.৬৫ শতাংশ, বিকন ফার্মার দর ৬.১৭ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের দর ৫.৬৯ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের দর কমেছে ৫.৩৫ শতাংশ।
দরপতনের শীর্ষ তালিকায় সিংহভাগই স্বল্প মূলধনি কোম্পানিকে দেখা গেছে
শীর্ষ দশের বাইরে আরও চারটি কোম্পানির দর ৫ শতাংশের বেশি, ৫টি কোম্পানির দর ৪ শতাংশের বেশি, ১২টি কোম্পানির দর ৩ শতাংশের বেশি, ১২টির দর ২ শতাংশের বেশি, ১৭টির দর ১ শতাংশের বেশি কমেছে।
সূচক ফেলেছে মূলত ওরিয়ন গ্রুপ
সবচেয়ে বেশি ১১ দশমিক ৯০ পয়েন্ট সূচক কমেছে বিকন ফার্মার দরপতনে। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ১৮ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ ৪ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে বেক্সিমকো ফার্মার কারণে। শেয়ার প্রতি দাম কমেছে ২ দশমিক ৬১ শতাংশ।
ওরিয়ন ফার্মার শেয়ারদর ৪ দশমিক ২৯ শতাংশ কমার কারণে সূচক কমেছে ২ দশমিক ৯৩ পয়েন্ট।
এ ছাড়াও সোনালী পেপার, নাভানা ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কোহিনূর কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, মনোস্পুল ও ইস্টার্ন ক্যাবলসের দরপতনে সূচক কমেছে।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক কমিয়েছে ৩০ দশমিক ২৮ পয়েন্ট।
এর মধ্যে ওরিয়নের তিন কোম্পানির কারণেই কমেছে ১৫.৯৭ পয়েন্ট।
বিপরীতে ৪ দশমিক ৩২ পয়েন্ট সূচক বাড়িয়েছে সি-পার্ল। এদিন শেয়ারটির দর বেড়েছে ৮ দশমিক ২৩ শতাংশ।
বসুন্ধরা পেপারের দর ৬ দশমিক ৭৪ শতাংশ বাড়ায় সূচক বেড়েছে ২ দশমিক ৫২ পয়েন্ট।
ইউনিক হোটেল সূচকে যোগ করেছে ২ দশমিক ৩৬ পয়েন্ট। কোম্পানির দর বেড়েছে ৫ দশমিক ২৫ শতাংশ।
এর বাইরে সূচকে পয়েন্ট যোগ করেছে জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ শিপিং করপোরেশন, এডিএন টেলিকম, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, জেএমআই হসপিটাল, আমরা টেকনোলজিস ও প্রাইম ব্যাংক।
সব মিলিয়ে এই ১০টি কোম্পানি সূচক বাড়িয়েছে ১৪ দশমিক ৭৬ পয়েন্ট।
দরবৃদ্ধির শীর্ষ ১০
আগের দিনের মতোই ১০ শতাংশ দরবৃদ্ধি হয়েছে তালিকার শীর্ষে থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের। শেয়ারটি হাতবদল হয়েছে ১২ টাকা ১০ পয়সায়। আগের দিনের দর ছিল ১১ টাকা।
সি-পার্লের দর বেড়েছে ৮ দশমিক ২৩ শতাংশ। শেয়ারটি ১৭৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ১৮৮ টাকায় বেচাকেনা হয়েছে।
৬ দশমিক ৭৪ শতাংশ দর বেড়ে বসুন্ধরা পেপারের শেয়ার ৯১ টাকা ৮০ পয়সা লেনদেন হয়েছে। আগের দর ছিল ৮৬ টাকা।
এ ছাড়া তালিকায় থাকা ৬টি কোম্পানি যথাক্রমে জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, আমরা টেকনোলজিস, ইনফরমেশন সার্ভিসেস, ইউনিক হোটেল ও রূপালী লাইফ ইন্স্যুরেন্সের দর বেড়েছে ৫ শতাংশের বেশি।
আর দশম স্থানে থাকা শমরিতা হসপিটালসহ ৭টি কোম্পানির দর বেড়েছে ২ শতাংশের বেশি। চারটি কোম্পানির দর বেড়েছে ১ শতাংশের বেশি। আর এর চেয়ে কম অর্থাৎ ১ শতাংশের নিচে দর বেড়েছে ৯টি কোম্পানির।
শীর্ষ ৫ খাত যেমন
শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। আগের দিনের মতোই এক মাত্র এই খাতটিতেই শতকোটির ওপরে লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ১০৯ কোটি ৪০ লাখ টাকা, যা আগের দিন ছিল ১৬৪ কোটি ৩১ লাখ টাকা। ১৮টির লেনদেন হয়েছে আগের দরে। আর দরপতন হয়েছে ১২টির।
দ্বিতীয় স্থানে উঠে এসেছে কাগজ ও মুদ্রণ খাত। লেনদেন হয়েছে ৯৮ কোটি ৮০ লাখ টাকা। ৪টি কোম্পানির দরপতনের বিপরীতে ১টি করে কোম্পানির লেনদেন হয়েছে দরবৃদ্ধি ও আগের দরে।
৯৭ কোটি ১৪ লাখ টাকা লেনদেন করে তৃতীয় অবস্থানে চলে এসেছে প্রযুক্তি খাত। ৫টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে ২টির দরপতন ও ৪টির লেনদেন হয়েছে অপরিবর্তিত দরে।
চতুর্থ স্থানে থাকা প্রকৌশল খাতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৪৩ লাখ টাকা। খাতটিতে ৩টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে ২৪টির লেনদেন হয়েছে অপরিবর্তিত দরে ও ১৩টির দরপতনে।
৮০ কোটি ৭০ লাখ টাকা লেনদেন করে তালিকার পঞ্চম অবস্থানে ছিল বিবিধ খাত। আগের দিনে এ খাতে ৯৭ কোটি ২১ লাখ টাকা লেনদেন হয়েছিল।
৪টি কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে ৭টির লেনদেন হয়েছে আগের দরে। দরপতন হয়েছে ১টির।
বাকি খাতে লেনদেন হয়েছে ৫০ কোটির নিচে। জ্বালানি ১৬টি, সাধারণ বিমা ১৮টি, ব্যাংক ২৯টি, বস্ত্র ৪৫টি, আর্থিক প্রতিষ্ঠান খাতে ১৮টি ও মিউচ্যুয়াল ফান্ডের ২০টির লেনদেন হয়েছে অপরিবর্তিত দরে, যার দুই একটি বাদে সবই ফ্লোর প্রাইসে রয়েছে।