বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার একমি পেস্টিসাইডস ৫ শতাংশ লভ্যাংশ

  •    
  • ৩০ অক্টোবর, ২০২২ ১৮:২৮

২০২১ সালের ১৪ নভেম্বর কোম্পানিটির লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। সেদিনই তারা ওই বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। তবে লেনদেন শুরুর পাঁচ মাস আগে শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণাটি বিনিয়োগকারীদের মধ্যে সেভাবে প্রভাব ফেলেনি।

পুঁজিবাজারে লেনদেন শুরু করার দিন মুনাফায় থেকেও বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়া ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস এবার ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ বিনিয়োগকারী শেয়ার প্রতি পাবেন ৫০ পয়সা।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে রোববার কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নেয়।

প্রতিবেদন অনুযায়ী ২০২১ সালের জুলাই থেকে গত জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫১ পয়সা।

আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ১২ পয়সা আয় করার পরও তারা কোনো লভ্যাংশ দেয়নি।

২০২১ সালের ১৪ নভেম্বর কোম্পানিটির লেনদেন শুরু হয় পুঁজিবাজারে। সেদিনই তারা ওই বছরের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নেয়। ফলে নতুন কোম্পানি হিসেবে ‘এন’ ক্যাটারগিতে থাকলেও সেটি কার্যক জেড ক্যাটাগরির মতো হয়ে যায়।

তবে লেনদেন শুরুর পাঁচ মাস আগে শেষ হওয়া অর্থবছরের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণাটি বিনিয়োগকারীদের মধ্যে সেভাবে প্রভাব ফেলেনি। ১০ টাকা অভিহিত মূল্যের কোম্পানিটি ৩৬ টাকা ৯০ পয়সায় উঠে যায় টানা বাড়তে বাড়তে।

এরপর সেখান থেকে শেয়ারদর কমমে কমতে গত মে মাসে ২৭ টাকায় নেমে আসে। সেখান থেকে আবার বাড়তে বাড়তে আগস্টের শুরুতে শেয়ারদর দাঁড়ায় ৪৫ টাকা ৭০ পয়সা।

নিজেদের এই সর্বোচ্চ দর থেকে বর্তমান দর অনেকটাই কম। লভ্যাংশ ঘোষণার দিন দর দাঁড়ায় ৩৫ টাকা ৪০ পয়সা। এটি কোম্পানিটির বেঁধে দেয়া সর্বনিম্ন দর বা ফ্লোর প্রাইস। গত ১৮ অক্টোবর থেকে ফ্লোর প্রাইসে কোম্পানিটির ক্রেতা নেই বললেও চলে।

লভ্যাংশ মনঃপুত না হলেও আপাতত কোম্পানিটির শেয়ারের দর কমার সুযোগ নেই।

যাদের হাতে আগামী ২৩ নভেম্বর শেয়ার থাকবে তারাই এবারের এই লভ্যাংশ পাবেন। লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণসভা ডাকা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ বিভাগের আরো খবর