বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মোজাফফরের আয় বেড়ে চার ‍গুণ, লভ্যাংশ বাড়ল ৩ শতাংশ

  •    
  • ২৯ অক্টোবর, ২০২২ ২০:৪৭

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং মিলসের আয় যতটা বেড়েছে, লভ্যাংশ ততটা বাড়েনি।

গত ৩০ জুন সমাপ্ত অর্থবছরের হিসাব পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ৬ শতাংশ নগদ বা শেয়ারপ্রতি ৬০ পয়সা টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছর লভ্যাংশ ছিল ৩ শতাংশ বা শেয়ার প্রতি ৩০ পয়সা।

মোজাফফরের এবারের লভ্যাংশ ২০১৬ সালের পর সবচেয়ে বেশি হলেও এর মুনাফার উন্নতির সঙ্গে তুলনা করলে ততটা বাড়েনি।

কোম্পানিটির এবার শেয়ারপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯২ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ৫২ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে ১ টাকা ৪২ পয়সা বা তিন গুণ। গত ছয় বছরেও কোম্পানিটি এত আয় করতে পারেনি।

২০১৭ সালে শেয়ার প্রতি ১ টাকা ৬৮ পয়সা আয় করে ৫ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা ২০১৫ সালের পর ছিল সর্বোচ্চ লভ্যাংশ।

২০১৮ সালে শেয়ার প্রতি আয় ৫১ পয়সায় নেমে আসার পরের দুই বছর টানা লোকসান হয়। এর মধ্যে ২০১৯ সালে শেয়ার প্রতি ৯৩ পয়সা এবং পরের বছর লোকসান হয় ১ টাকা ১৯ পয়সা। তবে লোকসান দেয়ার পরেও এই দুই বছরে যথাক্রমে ২ শতাংশ বোনাস ও ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।

আয়ের পাশাপাশি কোম্পানিটির সম্পদমূল্যও বেড়েছে। গত জুন শেষে শেয়ার প্রতি ১৯ টাকা ৯০ পয়সার সম্পদ দাঁড়িয়েছে যা এক বছর আগে ছিল ১৮ টাকা ১৬ পয়সা।

আয় বাড়লেও কোম্পানিটি বিনিয়োগকারীদের লোকসানের কারণ হয়েছে শেয়ারদর ধরে রাখতে না পারার কারণে। গত ডিসেম্বরের শেষে শেয়ারদর ২৫ টাকার নিচে থাকলেও গত এপ্রিলের শুরুতে তা ৪০ টাকা ছাড়িয়ে যায়। সেখান থেকে দর এখন নেমে এসেছে ২৬ টাকা ৫০ পয়সায়।

যারা এবারের লভ্যাংশ নিতে চান, তাদেরকে আগামী ২৯ নভেম্বর শেয়ার ধরে রাখতে হবে। অর্থাৎ সেদিন হবে লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট। এই লভ্যাংশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা বা এজিএম ডাকা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ বিভাগের আরো খবর