সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সোমবার নীলফামারীর ডোমারে তদের ১৭৭তম শাখা উদ্বোধন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মো. মাহবুব উল আলম ।
ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হক, ডোমার পৌরসভার প্যানেল মেয়র সেলিম রেজা, ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. শাহরিয়ার খান, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান সাইফ আল-আমীনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা ।
অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ডোমার শাখার ব্যবস্থাপক মো. কবিরুল ইসলাম।